ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিতৃত্ব প্রতারণা!

প্রকাশিত: ০৬:০৩, ১৭ জানুয়ারি ২০১৯

পিতৃত্ব প্রতারণা!

ঠিক দুই বছর আগে রিচার্ড ম্যাসনকে চিকিৎসকরা জানান যে, তিনি সিসটিক ফিবরোসিসে আক্রান্ত। এ রোগে আক্রান্তদের প্রজননক্ষমতা থাকে না। ৫৪ বছর বয়সী রিচার্ড ম্যাসন একজন ব্রিটিশ ধনকুবের। ফিবরোসিসে আক্রান্ত হওয়ার খবর ছিল তার জন্য একটি প্রচণ্ড ধাক্কা। তিনি বলছিলেন, মনে হচ্ছিল আমাকে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। তবে তার ধাক্কার কারণটি আসলে রোগে আক্রান্ত হওয়া নিয়ে নয়, তিনি ধাক্কা খেয়েছেন ভিন্ন কারণে। তিনি বলেন, আমাকে বলা হয়েছে যারা সিসটিক ফিবরোসিসে আক্রান্ত তাদের প্রজননক্ষমতা থাকে না তাদের বাবা হওয়ার বিষয়টি বিরল। তাহলে তার সাবেক স্ত্রী কেটের সঙ্গে তাদের যে তিন সন্তান হয়েছে তাদের বাবা আসলে তিনি নন! বর্তমান স্ত্রী গর্ভধারণ করছেন না বলেই চিকিৎসকের কাছে যান রিচার্ড। রিচার্ড বলেন, প্রথমে ভেবেছিলাম রোগ নির্ণয় হয়ত ভুল হয়েছে, কিন্তু চিকিৎসক বলছেন তারা নিশ্চিত। আমাকে এখন আমার প্রথম স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এখন রিচার্ড তার সাবেক স্ত্রীর বিরুদ্ধে পিতৃত্ব প্রতারণার অভিযোগ আনেন এবং তার কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন। -সিএনএন অবলম্বনে।
×