ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:০২, ১৭ জানুয়ারি ২০১৯

নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্যই প্রতিফলিত হয়েছে। এ প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুরপারের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী টিআইবির রিপোর্ট প্রসঙ্গে এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ-বিদেশে সব জায়গায় প্রশংসিত হয়েছে এ নির্বাচন। বিদেশী রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন জানিয়েছেন। তার সঙ্গে কাজ করার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। এমনকি পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে। টিআইবি গবেষণার নামে যে প্রতিবেদন দিয়েছে তার সঙ্গে ইতোপূর্বে বিএনপি এবং ঐক্যফ্রন্ট যে বক্তব্য রেখেছিল তা মিলে যায়। কোন পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এ প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলেন, কয়েকটি সংগঠন আছে যাদের কাজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা নয় বরং তারা ভাবমূর্তি ক্ষুন্ন করার কাজে লিপ্ত থাকে। টিআইবি গবেষণার নামে যে প্রতিবেদন তৈরি করে তা সঠিক গবেষণা নয়। পদ্মা সেতু নিয়েও তারা মনগড়া কল্পকাহিনী সাজিয়েছিল এবং দেশের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। কিন্তু পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়নি সেটি বিদেশেও প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংক কানাডার আদালতে মামলা করে হেরে গেছে। এর পর টিআইবিসহ যে সকল সংস্থা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কাহিনী সাজিয়েছিল তাদের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া এবং মনগড়া রাজনৈতিক প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকা। কিন্তু তারা তা করেনি। তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চান, এ ব্যাপারে টিআইবির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা। জবাবে তিনি বলেন, বিগত ক’বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ও ত্রুটিপূর্ণ প্রতিবেদন প্রকাশের কারণে সংস্থাটির গ্রহণযোগ্যতা এমনিতেই নষ্ট হয়ে গেছে। সে ক্রেডিটিবিলিটি এখন আর নেই। সংস্থাটি তাদের কার্যক্রমকে ঢেলে সাজাবে বলে তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এ নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিলেন তারা এই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশংসা করেছে। ৩০ ডিসেম্বরের এ নির্বাচন অপেক্ষাকৃত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবির নেপথ্যে তাদের যে কৌশলগত ভুল ছিল তা টিআইবির রিপোর্টে উল্লেখ না করার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই কোন রাজনৈতিক দল ৩শ’ আসনে ৮শ’ প্রার্থীর নাম ঘোষণা করেছিল। বিএনপি মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে তিনগুণ প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেয়। টিআইবির প্রতিবেদনে পরাজয়ের কারণ হিসেবে এ সংক্রান্ত বক্তব্য নেই। মন্ত্রী আরও বলেন, টিআইবির প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নেই। প্রকৃতপক্ষে এটি বিএনপি-জামায়াতের পক্ষে দেয়া একটি প্রতিবেদন মাত্র, অন্য কোন কিছু নয়।
×