ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিস কালচার ওয়ার্ল্ড মুকুট জিতে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছি ॥ প্রিয়তা

প্রকাশিত: ০৬:০২, ১৭ জানুয়ারি ২০১৯

মিস কালচার ওয়ার্ল্ড মুকুট জিতে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছি ॥ প্রিয়তা

স্টাফ রিপোর্টার ॥ ‘বিজয়ের দিনে এমন একটি অর্জনে আমি খুব আনন্দিত। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর তৃপ্তিটা বলে শেষ করা যাবে না। পুরো প্রতিযোগিতায় আমি বাংলাদেশকে তুলে ধরেছি। কেননা আমার মূল লক্ষ্যই ছিল দেশের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরা’। সংবাদ সম্মেলনে এভাবেই নিজের বিজয়ের অনুভূতি ব্যক্ত করেন ‘মিস কালচার ওয়ার্ল্ড ওয়াইড’ বিজেতা বাংলাদেশের মেয়ে প্রিয়তা ইফতেখার। ‘মিস কালচার ওয়ার্ল্ড ২০১৮’ মুকুট জিতে গত বছরের ১৬ ডিসেম্বর আর এক বিজয় অর্জন করলেন ‘ফ্লাগ গার্লখ্যাত’ বাংলাদেশের তরুণী প্রিয়তা ইফতেখার। এর আগে তিনি ‘জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড ২০১৮’ অর্জন করেন। প্রিয়তার এই অর্জনকে দেশবাসীর কাছে তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিওরসেল মেডিক্যাল (বিডি) লিমিটেড। জতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মিস কালচার ওয়ার্ল্ড ২০১৮’ খেতাব অর্জনকারী প্রিয়তা ইফতেখার, শিওরসেল মেডিক্যাল (বিডি) লিমিটেডের ডার্মটোলজিস্ট ও কসমেটোলজিস্ট ডা. তাওহিদা রহমান ইরিন, সাংবাদিক রাবেয়া বেবী প্রমুখ। সংবাদ সম্মেলনে ডাঃ তাওহিদা রহমান ইরিন বলেন, প্রিয়তা বাংলাদেশের জন্য এনেছেন নতুন এক সম্মান। জিম্বাবুইয়ের হারারেতে দ্য ভেন্যু আভান্ডলেতে এক বর্ণিল অনুষ্ঠানে ১৫টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে মুকুট জিতেছেন প্রিয়তা। ‘মিস কালচার ওয়ার্ল্ড ওয়াইড’ প্রতিযোগিতায় এই বাংলাদেশের প্রথম অর্জন। প্রিয়তা বলেন, সারা বিশ্বে মেয়েদের ভ্রমণে প্রথমে বাধা আসে তার নিজের পরিবার থেকে। পরিবারের মানুষ ভাবেন মেয়েরা বিদেশে একা একা যেতে পারে না। আমেরিকাতে যাওয়ার প্রথম ভিসা পাওয়ার পরে আমার পরিবারের সবাই একা যেতে বাধা দেন। এই বাধা থেকেই ফ্লাগ গার্ল সংগঠনের চিন্তা প্রথম মাথায় আসে।
×