ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিরাপদ খাদ্য ও সড়ক নিশ্চিতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ জানুয়ারি ২০১৯

নিরাপদ খাদ্য ও সড়ক নিশ্চিতে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নিরাপদ খাদ্য ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। বুধবার বেলা ২টায় গুলশান ১২৩ নং সড়কে অবস্থিত কোরিয়ানা রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি ফুটপাথ ও অন্যান্য স্থাপনা অবৈধ দখল থেকে মুক্ত করে আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভূমিকা রাখতে চাই। সর্বোপরি, নাগরিক জীবন-যাপন নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব। এ সময় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এবং স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
×