ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাদশ সংসদ নির্বাচন

বিজয়ীদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায় আজ

প্রকাশিত: ০৫:৫১, ১৭ জানুয়ারি ২০১৯

বিজয়ীদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের রায় আজ

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ না ভেঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে রায় ঘোষণা করবে হাইকোর্ট। অন্যদিকে পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় তিন ব্যবসায়ীর আগাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করে। তিন ব্যবসায়ীকে আত্মসমর্পণের নির্দেশ ॥ পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় তিন ব্যবসায়ীর আগাম জামিন আবেদন নামঞ্জুর করে তাদের দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আসামিরা হলেন মেসার্স এস এম ট্রেডার্সের মালিক মোঃ ইলিয়াস, সাজেদা এন্ট্রারপ্রাইজের মালিক আবু ছৈয়দ ও মেসার্স মীম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শেখ মোহাম্মদ ওবায়েদ উল্লাহ। বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। এ সময় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান।
×