ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিথ্যে অভিযোগ তুলে পরিস্থিতি খারাপ করার চেষ্টা, নারী পোশাক শ্রমিক আটক

প্রকাশিত: ০৮:৪১, ১৬ জানুয়ারি ২০১৯

মিথ্যে অভিযোগ তুলে পরিস্থিতি খারাপ করার চেষ্টা, নারী পোশাক শ্রমিক আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জানুয়ারি ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন উলাইল এলাকার ‘আল-মুসলিম’ গ্রæপের ‘একেএম নীট ওয়্যার লিঃ’ নামক পোশাক তৈরির কারখানার এক নারী শ্রমিক মিথ্যে অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে। পরে নিরাপত্তা কর্মকর্তারা তাকে আটক করে এবং তার পোশাকের পকেট থেকে ইঁদুর মারার বিষ উদ্ধার করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ফরহাদ আলী খাঁন দায়েরকৃত অভিযোগে বলা হয় যে, বিবাদী রুমা আকতার (৩০) দীর্ঘদিন যাবত ওই কারখানায় চাকরি করে আসছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কারখানার ফ্লোর- প্যাসিফিক ৮ম তলার লাইন সুপারভাইজার সালমা বিবাদীর কাছে টার্গেট জানতে চাইলে বিবাদী সকল অপারেটরদের ন্যায় টার্গেট বলে। কিছুক্ষণ পর বিবাদী সু-পরিকল্পিতভাবে চলমান শ্রমিক বিক্ষোভকে চাঙ্গা করার লক্ষ্যে এবং আল-মুসলিম গ্রæপকে ক্ষতিসাধন করার জন্য তার লাইনের অন্যান্য অপারেটকের উদ্দেশ্য করে বলে,‘তোরা সুপারভাইজার সালমাকে ধর ধর’ বলে চিৎকার করে। রুমা মিথ্যে বানোয়াট অপপ্রচার চালায় যে, সুপারভাইজার সালমা আমাকে মারার জন্য পকেটে করে বিষ নিয়ে এসেছে। তাৎক্ষণিক কর্মস্থলের সকল শ্রমিকের মধ্যে আতঙ্ক ও ত্রাসের সৃষ্টি হয়ে উত্তেজিত হয়ে উঠে। সেখানে উপস্থিত অন্যান্য কর্মকর্তা তখন শ্রমিকদের শান্ত করে। এরপর প্রথমে সালমার দেহ তল্লাশি করা হয়। কিন্তু কিছু পাওয়া যায়নি। পরে রুমার দেহ তল্লাশি করে পরিহিত ইউনিফর্মের ডান পকেট থেকে ইঁদুর মারার ২ প্যাকেট বিষ পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×