ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিত যেখানে সবাইকে ছাড়িয়ে

প্রকাশিত: ০৭:০৫, ১৬ জানুয়ারি ২০১৯

রোহিত যেখানে সবাইকে ছাড়িয়ে

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে ৪টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। সিডনিতে সিরিজের প্রথম ম্যাচে যদিও সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় ভারতকে হারতে হয়। তবে ১০ চার ও ৬ ছক্কায় হিটম্যান রোহিত একাই করেন ১৩৩ রান। সর্বোপরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তার সপ্তম ওয়ানডে সেঞ্চুরি, প্রতিপক্ষের মাটিতে চতুর্থ। এমন রেকর্ড আর কারও নেই। এমনকি গ্রেট শচীন টেন্ডুলকরেরও নয়। অস্ট্রেলিয়ায় ৩টি ওয়ানডে সেঞ্চুরিতে যেটি এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডসের দখলে। দেশ-বিদেশ মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২৯ ইনিংসে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত, অস্ট্রেলিয়ার বিপক্ষে এত কম ইনিংসে এত বেশি সেঞ্চুরি শুধু কোহলিরই আছে (২৭ ইনিংসে ৫টি)। শচীনকে অবশ্য সবচেয়ে বেশি ৯টি সেঞ্চুরির জন্য ৭০টি ইনিংস খেলতে হয়েছিল। যার বেশিরভাগই ছিল নিজ দেশ ভারতের মাটিতে। রোহিত শর্মা ‘দ্য হিটম্যান’। দুর্ভাগ্য বিরাট কোহলির সময়ে জন্ম নিয়েছিলেন, নাইলে ভারতীয় ক্রিকেটে তিনিই হতেন সময়ের সেরা তারকা! অস্ট্রেলিয়ায় প্রথম ওয়ানডেতেও লিখেছেন আনন্দ-বেদনার এক মহাকাব্য, সেঞ্চুরিতে গড়েছেন নতুন রেকর্ড, কিন্তু দুর্ভাগ্য। ৪ রানে নেই ৩ উইকেট! অস্ট্রেলিয়ার দেয়া ২৮৯ রানের লক্ষ্যে নেমে ভারতের শুরুটা হয়েছিল এরকমই ভয়াবহ। রোহিত ও মহেন্দ্র সিং ধোনি সেই ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন। সেখান থেকে ১৩৭ রানের জুটি গড়েন তারা দু-জনে। কিন্তু অসি- বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে সমান তালে এগুতে পারেননি। আস্কিং রেট বোড়েছে হুহু করে। যা আর সামাল দিতে পারেনি সফরকারীরা। ধোনির ৫১ রানের ইনিংসটি ছিল ৯৬ বলে! এর মধ্য দিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করেন তিনি। এরপর একাই লড়াই চালিছেন রোহিত। এরই ফাঁকে ক্যারিয়ারের ২২তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন রোহিত। কিন্তু তার প্রতিরোধ থামিয়ে দেন মার্কাস স্টয়নিস। ফলে ব্যক্তিগত ১৩৩ রানে মাঠ ছাড়েন এই ওপেনার। ১২৯ বলে করা তার ইনিংসটি ছিল ৬টি ছক্কা ও ১০টি চারে সাজানো। ১৩৭ রানের চতুর্থ উইকেট জুটিতে ধোনি যদি আরেকটু ইতিবাচক হতেন তাহলেই হয়তো আজ ম্যাচটা বের করে নিতে পারতেন রোহিত। কিন্তু সেটা করার সুযোগ পাননি তিনি। তবে রেকর্ড গড়া হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা রোহিতের সপ্তম সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ- অসিদের মাঠে তাদেরই বিপক্ষে এত সেঞ্চুরি করতে পারেননি কেউ। শচীন টেন্ডুলকর, ভিভ রিচার্ডস, লারা কিংবা বর্তমানের কোহলিও নন। রোহিতের জন্য কষ্টটা আরও বেশি কারণ অস্ট্রেলিয়ায় চার-চারটি সেঞ্চুরি হাঁকিয়ে তার একটি ম্যাচেও দলকে জেতাতে পারেননি! গ্রেট শচীনের পর ভারতীয়রা এখন যাঁর ক্রিকেটের ঘোরে বসবাস করছে তিনি বিরাট কোহলি। তার মাঠে নামার মানেই নিত্য নতুন রেকর্ড। মাঠ ও মাঠের বাইরে সুপার কোহলির ক্রেজ এতটাই, অন্যরা সেখানে ম্লান। নইলে রোহিত শর্মাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যেত। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি ও দেড় শতাধিক রানের ইনিংস, টি২০ ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ ভারতীয় ওপেনারের নামের পাশে এমন সব রেকর্ড লেখা হয়ে গেছে যেটি কোহলিরও নেই। খাঁটি ক্রিকেটপ্রেমীদের চোখে তিনি রোহিত ‘অগ্নি’ শর্মা, কারও মতে আবার ‘হিটম্যান’। কোহলির অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপের ট্রফিজয়ে নেতৃত্ব দিয়েছেন। রঙিন পোশাকে রোহিত ফর্মের উত্তুঙ্গু হওয়াটা ধরে রেখেছেন ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। সেখানে ওয়ানডে-টি২০ দুই ঘারণাতেই গড়েছেন একের পর এক রেকর্ড। গত নবেম্বরে লক্ষ্নৌয়ে ‘হিটম্যান’ রোহিতের (১১১*) ম্যারাথন সেঞ্চুরির সৌজন্যে ২ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়ার পর ক্যারিবীয়দের ১২৪/৯-এ থামিয়ে দিয়ে ভারতের জয় এবার ৭১ রানে। সেদিন আন্তর্জাতিক টি২০তে রেকর্ড সর্বাধিক ৪ সেঞ্চুরির মালিক বনে যান রোহিত। আর সুপার বিরাট কোহলিকে (২১০২) পেছনে ফেলে ভারতের হয়ে গড়েন সর্বোচ্চ টি২০ রানের (২২০৩) নতুন রেকর্ড। লক্ষ্নৌয়ে ব্যাট হাতে খুনে ব্যাটিংয়ে মাত্র ৬১ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১১১ রানের অপরাজিত থাকেন রোহিত। শুধু রান আর সেঞ্চুরি নয়, এদিন বেশ কয়েকটি রেকর্ড ভেঙে দিয়েছেন ৩১ বছর বয়সী মহারাষ্ট্র হিরো- ৫৮ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন রোহিত। আন্তর্জাতিক টি২০তে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন ৪ সেঞ্চুরির অনন্য রেকর্ড। ৩ সেঞ্চুরি নিয়ে এতদিন যৌথভাবে নিউজিল্যান্ডের কলিন মুনরোর পাশে ছিলেন তিনি। ৫৮ ইনিংসে ২১০২ রান করে এতদিন ভারতীয়দের মধ্যে টি২০ রানে সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। এদিন ৭৯তম ইনিংসে রোহিতের নামের পাশে ২২০৩ রান। বিশ্ব ক্রিকেটে অবশ্য এই তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। ৭৩ ইনিংসে ২২৭১ রান নিয়ে সবার ওপরে ব্ল্যাক-ক্যাপস তারকা মার্টিন গাপটিল। ম্যাচে সেদিন শিখর ধাওয়ান ৪৩ রান করে আউট হন। ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান গড়েন ১২৩ রানের জুটি। দু-জনের তৃতীয় সেঞ্চুরি জুটি। রোহিত আবার কোহলিরও সঙ্গে সমান সংখ্যক সেঞ্চুরি জুটি গড়েছেন। তালিকায় বাকিরা হলেন ডেভিড ওয়ার্নার-শেন ওয়াটসন, গাপটিল-কেন উইলিয়ামসন ও গাপটিল-মুনরো। আন্তর্জাতিক এবং ক্লাব মিলিয়ে সব ধরনের টি২০তে রোহিতের মোট সেঞ্চুরি তৃতীয় সর্বাধিক ৬টি। ২১ সেঞ্চুরিতে তালিকায় সবার ওপরে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। সাতটি করে সেঞ্চুরি ব্রেন্ডন ম্যাককুলাম, লুক রাইট এবং মাইকেল ক্লিংগার। আন্তর্জাতিক টি২০তে রোহিতের মোট হাফ সেঞ্চুরি ১৯টি (চার সেঞ্চুরিসহ)। এটিও নতুন রেকর্ড। ১৮ হাফ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন এই সিরিজে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক কোহলি। পুরো নাম রোহিত গুরু শর্মা। তিনি আসলেই গুরু। চার-ছক্কা, সেঞ্চুরি-দেড় শ’ আর ডাবল সেঞ্চুরির গুরু! ওয়ানডে ক্রিকেটে একটি ডাবল সেঞ্চুরির কথাই এক সময় ভাব যেত না। অনেক গ্রেটের ভাগ্যেই সেটি জোটেনি। অথচ পঞ্চাশ ওভারের ম্যাচে মাত্র ৩০ বছর বয়সে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত! ¯্রফে অবিশ্বাস্য।
×