ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিদের মুখেও ভারত-বন্দনা

প্রকাশিত: ০৭:০৩, ১৬ জানুয়ারি ২০১৯

পাকিদের মুখেও ভারত-বন্দনা

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী ভারতের প্রশংসা করছেন- দেশ দুটির ইতিহাসে এমন ঘটনা বোধহয় বিরল। ক্রিকেট এই বিরল ঘটনার জন্ম দিয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে ভারত। ২-১এ বোর্ডার-গাভাস্কার ট্রফিজয়ে ৭১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে বিরাট কোহলির দল। কপিল দেব, সৌরভ গাঙ্গুলী তো বটেই উপমহাদেশের কোন অধিনায়কেরই এমন সৌভাগ্য হয়নি। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খন এখন দেশটির প্রধানমন্ত্রী। কোহলিদের স্মরণীয় অর্জনে শত্রুদেশকে শুভেচ্ছা জানাতে গিয়ে তাই ব্যক্তিপরিচয় পরিবর্তে ক্রিকেটীয় সত্তাটাই প্রকাশ পেল, ‘উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের জন্য কোহলি ও ভারত ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন’ টুইটারে লিখেছেন ইমরান। ইমরানের সঙ্গে দুর্বার ভারতের প্রশংসায় গলা মিলিয়েছেন পাকিস্তান ক্রিকেটের তিন সাবেক নক্ষত্র ওয়াসিম আকরাম, মঈন খান ও মহসিন খান। ওয়াসিম আকরাম যেমন স্পষ্ট বলেন, ‘ঐতিহাসিক সিরিজ জয়ের নেপথ্যে ক্যাপ্টেন কোহলির ভূমিকা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটের শক্ত কাঠামোও তাদের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ আকরামের মতো পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মঈন খানও কোহলিদের এই সাফল্যে উচ্ছ্বসিত, ‘এশিয়ার যে কোন দেশের অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতে আসাটা মুখের কথা নয়। ভারত ঠিক সেই কাজটাই করে দেখিয়েছে। কৃতিত্ব তো ওদের প্রাপ্যই।’ আশির দশকে ইমরান খানের আমলে পাক ব্যাটিংয়ের অন্যতম দুই স্তম্ভ মুদাসসর নজর ও মহসিন খান গোটা ক্রিকেট দুনিয়ায় বিশেষ সমাদৃত ছিলেন। মহসিন পরে বলিউডে হিন্দি ছবির নায়কও হয়েছিলেন। এখন বয়স হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে কোহলি এ্যান্ড কোং... এর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে আনাটা তাকেও বিশেষভাবে ছুঁয়ে গেছে। মহসিনের মনে হয়েছে স্যার ডনের দেশে ভারতীয় ব্যটসম্যানদের ধারাবাহিকতা এবং লাগাতার রান পাওয়াটাই কোহলির বোলারদের কাজটা সহজ করে দিয়েছে। মহসিন বললেন, ‘ভারতের ব্যাটসম্যানরা বিশেষ করে কোহলি, চেতেশ্বর পুজারা এবং ঋষভ পন্থ যেভাবে ব্যাট করেছে, তাতে আমি সত্যিই দারুণ প্রভাবিত হয়েছি। দলের ব্যাটসম্যানদের এই ভূমিকাই কিন্তু বোলারদের কাজটা অনেক সহজ করে দিয়েছিল।’ ভারতের নৈপুণ্যে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসও,‘অস্ট্রেলিয়ার মাটিতে এমন অসাধারণ পারফর্মেন্সের জন্য বিরাট আর ওর দলকে অভিনন্দন। লড়াইটা কঠিন ছিল, কিন্তু ওরা প্রতিপক্ষকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত সাফল্যের হাসি হাসতে পেরেছে।’ অবিশ্বাস্য ধারাবাহিক ব্যাটিংয়ে সিরিজসেরার পুরস্কার তুলে নেয়া চেতেশ্বর পুজারার ব্যাটিং স্যার ভিভকে বিমোহিত করেছে, ‘দুরন্ত ব্যাটিং করেছে পুজারা। অস্ট্রেলিয়ার কন্ডিশনে এটিকে আমি সোনালি পারফর্মেন্সই বলব। পুরো দল এবং আমার ভাল বন্ধু রবি শাস্ত্রীকেও অভিনন্দন।’ সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন, অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নসহ অনেকেই নাম্বার ওয়ান কোহলিদের প্রশংসায় পঞ্চমুখ।
×