ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিজেদেরই দায়ী করছেন মডরিচ

প্রকাশিত: ০৭:০৩, ১৬ জানুয়ারি ২০১৯

নিজেদেরই দায়ী করছেন মডরিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না রিয়াল মাদ্রিদ। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের কাছেও হেরে গেছে লস ব্ল্যাঙ্কোসরা। নতুন বছরে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় খেলায় হারের মুখ দেখেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। এই ব্যর্থতায় অন্য খেলোয়াড়রা ভাগ্য কিংবা রেফারিংকে দোষ দিলেও লুকা মডরিচ নিজেদেরই দায়ী করছেন। সেই সঙ্গে এর সমাধান খোঁজারও চেষ্টা করছেন রিয়াল মাদ্রিদের এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বসতে হবে, কথা বলে খুঁজে বের করতে হবে আসলে সমস্যাটা কোথায়? এটা মোটেও স্বাভাবিক কোন বিষয় নয়। কেননা এমনটা শুধু আজকেই যে ঘটেছে তা নয় বরং এর আগেও অনেকবার ঘটেছে। সে জন্য আমাদেরই এর সমাধান খুঁজে বের করতে হবে। তাছাড়া আমাদের অনেক খেলোয়াড়ই তাদের নিজেদের সেরা জায়গায় নেই।’ রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে পরাজয়ের লজ্জা দিল স্বাগতিক রিয়াল মাদ্রিদকে। এর ফলে দীর্ঘ সাড়ে ১৪ বছরেরও বেশি সময় পর রিয়াল মাদ্রিদকে তাদের নিজেদের মাটিতে প্রথম হারের স্বাদ উপহার দিল রিয়াল সোসিয়েদাদ। এর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে সর্বশেষ জয়টি ছিল ২০০৪ সালের মে মাসে। সেই ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল স্বাগতিকদের। সোসিয়েদাদের কাছে পরাজয়ের ফলে রিয়াল মাদ্রিদের দুঃখ আরও বেড়ে গেছে। কেননা, মৌসুমের প্রথম ১৮ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের সংগ্রহে এখন মাত্র ৩০ পয়েন্ট। অবস্থান পাঁচ নম্বরে। শীর্ষে যথারীতি বার্সিলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সঙ্গে রিয়ালের এখন পয়েন্ট ব্যবধান ১০। রিয়ালের চেয়ে আরও চার দল ওপরে রয়েছে। যে কারণে লীগ শিরোপা পুনরুদ্ধারের আশাও প্রায় শেষ। অন্যদিকে শিরোপা ধরে রাখার পথে এবারও দুর্দান্ত স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। যার পেছনে নায়কের ভূমিকা পালন করছেন দলের সেরা দুই তারকা লিওনেল মেসি আর লুইস সুয়ারেজ। লা লিগায় ২০১৮-১৯ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। চলতি মৌসুমে ১৩২১ মিনিট খেলে প্রতিপক্ষের জালে ১৬ বার বল জড়িয়েছেন তিনি। মেসির ঠিক পেছনেই অবস্থান লুইস সুয়ারেজের। বার্সিলোনার উরুগুইয়ান স্ট্রাইকারের গোলসংখ্যা ১২। ১৪৪৮ মিনিট খেলে এই গোল করেন তিনি। স্প্যানিশ লা লিগায় এ মৌসুমে মেসি-সুয়ারেজের মোট গোল ২৮টি। মজার ব্যাপার হলো, বার্সার এই দুই তারকা এবার যে পরিমাণ গোল করেছেন তা লিগের ১৬টি দল মিলেও করতে পারেনি!
×