ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে নতুন কর্মসংস্থান বাড়বে

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ জানুয়ারি ২০১৯

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে নতুন কর্মসংস্থান বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বাড়াবে নতুন কর্মসংস্থান। যাতে ভর করে ৮ এর ঘর ছাড়াবে জিডিপি প্রবৃদ্ধির হার। এমন আশাবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলছেন, সরকারের নেয়া কর্মসূচীর ধারাবাহিকতাই সুবাতাস নিয়ে আসবে আগামীর অর্থনীতিতে। যদিও কাজের ধীরগতিতে খানিকটা সংশয় বিশ্লেষকদের। খরস্রোতা পদ্মার বুকে একটি নতুন সেতুর আলোচনা দীর্ঘদিনের। অনেক জল ঘোলার পর অবশেষে দৃশ্যমান হতে চলেছে স্বপ্নের পদ্মা সেতু। যা নির্মাণের পর আমূল পাল্টে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। পদ্মা সেতুর মতোই অবিরাম ব্যস্ততা ১০টি মেগাপ্রকল্পে। এগুলোর মধ্যে বাস্তবায়নের দিক থেকে এগিয়ে রাজধানীতে মেট্রোরেল নির্মাণের কাজও। এ বছরই শেষ হওয়ার কথা পদ্মা সেতু ও মেট্রোরেল- এই দুটি মেগা প্রকল্পের কাজ। যা বাস্তবায়ন হলে গতি আসবে সার্বিক অর্থনীতিতে। তবে আদৌ চলতি বছর এগুলোর কাজ শেষ হবে কি না, তা নিয়েই সংশয়। নতুন অর্থবছরে অর্থনীতির বড় চ্যালেঞ্জ ব্যাংকিং খাতের সংস্কার। কেননা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরিসহ কয়েকটি ব্যাংকে ঘটে গেছে কয়েকটি বড় কেলেঙ্কারির ঘটনা। খেলাপী ঋণের পরিমাণ ছাড়িয়েছে লাখ কোটি টাকার ঘর। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করাই নতুন সরকারের চ্যালেঞ্জ। পরিকল্পনামন্ত্রী বলছেন, বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে নজর রয়েছে সরকারের।
×