ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ফিন্যান্স

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জানুয়ারি ২০১৯

দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ফিন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ফিন্যান্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩১৯ বারে ৬৩ লাখ ২৩ হাজার ৪৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অগ্রণী ইনস্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৬৯ বারে ১৮ লাখ ৯২ হাজার ৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২২ লাখ ৬ হাজার টাকা। আল-হাজ টেক্সটাইল গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১৬ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ১৫৯ বারে ১৮ লাখ ১৩ হাজার ৬৪৩টি শেয়ার লেনদেন করে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ইনস্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনার বাংলা ইনস্যুরেন্স, সানলাইফ ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স ও জেমিনি সী ফুড।
×