ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএফআইএলের তিনটি নতুন সেবা পণ্যের উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জানুয়ারি ২০১৯

আইএফআইএলের তিনটি নতুন সেবা পণ্যের উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মুদারাবা আসান ডিপোজিট স্কিম, রাহা (কমফোর্ট) ও সিলা উল ইসতিহ্লাক (কমোডিটি) নামে তিনটি নতুন সেবা পণ্যের উদ্বোধন করল দেশের প্রথম শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এই পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ্। এ সময় আইএফআইএলের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমাদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পরিচালক লিয়াকত হোসেন মোগল, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান, প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ্ বলেন, তৃণমূল পর্যায়ের আমানতকারীদের প্রয়োজন আনুযায়ী ‘মুদারাবা আসান ডিপোজিট স্কিম চালু হয়েছে। এটি একটি স্বতন্ত্র আমানত স্কিম যাতে বাজারের অন্যান্য ডিপোজিট স্কিমের মতো প্রতি মাসে/ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করার বাধ্যবাধকতা নেই। গ্রাহক তার ইচ্ছামতো যে কোন সময় যে কোন পরিমাণ অর্থ জমা করতে পারবেন। জমাকৃত অর্থের ওপর প্রতিদিন মুনাফা পাবেন। আবু জাফর মোঃ সালেহ্ বলেন, সিলা উল ইসতিহ্লাক (কমোডিটি) একটি বাই-মুরাবাহা পদ্ধতির স্বল্পমেয়াদী বিনিয়োগ পণ্য। নিত্য প্রয়োজনীয়, পচনশীল ও ভোগ্য পণ্য ক্রয়ের পর সারাবছরের চাহিদা মেটানোর উদ্দেশ্যে গোডাউনজাত/কোল্ডস্টোরেজজাত করার জন্য বাকিতে কিনে পরবর্তীতে লাভে বিক্রয়ের এই পদ্ধতিতে নতুন কোন পণ্যের উদ্ভব হয় না। ক্রয়কৃত পণ্যটিকেই সময়ানুযায়ী বিক্রয় করা হয়।
×