ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার পতন হলেও মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। যা ৯ মাস ৫ দিন বা ১৮৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ডিএসইর ডিএসইএক্স সূচক ২০১৮ সালের ৯ এপ্রিল মঙ্গলবারের চেয়ে বেশি ছিল। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৮৭৯ পয়েন্ট। ডিএসইতে অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৩০ ও ২০২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কিছুটা কমেছে। ডিএসইতে ১ হাজার ১৩৯ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির বা ৪৬ শতাংশের, কমেছে ১৪৭টির বা ৪৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। কোম্পানিটির ৪৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৩৪ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস এবং ২৭ কোটি ৮৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে একটিভ ফাইন, ফাস ফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার এবং সিঙ্গার বিডি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৬৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর। আর ৪১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×