ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিল্লী আন্তর্জাতিক দাবায় জিয়া তৃতীয় স্থানে

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জানুয়ারি ২০১৯

দিল্লী আন্তর্জাতিক দাবায় জিয়া তৃতীয় স্থানে

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠানরত দিল্লী আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে অন্য ১৮ জনের সঙ্গে পয়েন্ট তালিকায় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া ফিদেমাস্টার ফাহাদ রহমান সাড়ে পাঁচ পয়েন্ট, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে চার পয়েন্ট করে, আবজিদ রহমান ও সাজ্জাদ কিশোর ৪ পয়েন্ট করে এবং আলী আহসান জুয়েল ২ পয়েন্ট পেয়েছেন। মঙ্গলবার নবম রাউন্ডের খেলায় জিয়া জর্জিয়ার পাইচাজে লুকার সঙ্গে, ফাহাদ ভারতের পিমপালখারে বেদান্তের সঙ্গে, পরাগ ভারতের ভবেশ মহাজনের সঙ্গে ড্র করেন। তাহসিন ভারতের সায়ন্তন চান্দ্রাকে হারান। সাজ্জাদ ভারতের ইশা শার্মার বিপক্ষে ওয়াকওভার পান। আবজিদ ভারতের মুশিনি অজয়ের কাছে ও জুয়েল ভারতের যোশাসভি গুপ্তার কাছে হেরে যান। সাঁতার প্রশিক্ষণের সমাপনী স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় শেষ হলো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নিকলী উপজেলা পুকুরে ৪০ সাঁতারু সুযোগ পায় এই প্রশিক্ষণে। যেখানে অংশ নেয় অ-১৬ বছর বয়সী ৩২ বালক এবং ৮ বালিকা।
×