ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বন্ধু, আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে’

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জানুয়ারি ২০১৯

‘বন্ধু, আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে’

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বকালের দুই সেরা ফুটবলার পেলে ও দিয়াগো ম্যারাডোনা। ইদানিং দু’জনই প্রায়শ অসুস্থ হয়ে যান। দিন কয়েক আগে পেটে সফল অস্ত্রোপচার করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। অসুস্থ এই তারকার দ্রুত সুস্থতা শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ার্স ৫৮ বছর বয়সী ম্যারাডোনার পেটে গত সপ্তাহে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইনস্টাগ্রামে সফল অস্ত্রোপচারের পর মেডিক্যাল স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে মেক্সিকান ক্লাব ডোরাডসের কোচের দায়িত্বে আছেন ম্যারাডোনা। পেলেও সামাজিক যোগযোগ মাধ্যমে আর্জেন্টাইন তারকার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন। টুইটারে পেলে লিখেছেন, ‘দিয়াগো, আমি কখনই ১০ নম্বর ক্লাবের কোন সদস্যকে অসুস্থ দেখাটা পছন্দ করি না। বন্ধু, আশা করছি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’ ১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরেই শেষবার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা। ১৯৯৪ সালের বিশ্বকাপে ড্রাগ কেলেঙ্কারিতে জড়িয়ে ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন এই জীবন্ত কিংবদন্তি। তারপর থেকে আর্জেন্টিনার সমর্থকরা বরাবর অন্য তারকাদের মধ্যে খুঁজেছে ম্যারাডোনার ছায়া। কিন্তু বিশ্বকাপ শিরোপা হাতে ম্যারাডোনার সেই মুহূর্তগুলোর পুনরাবৃত্তি করতে পারেননি কেউই। ২০১৪ সালে লিওনেল মেসির কাঁধে সওয়ার হয়ে আর্জেন্টিনা চলে গিয়েছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু সেখানেও শেষমেশ হতাশই হতে হয় জার্মানির কাছে হেরে। আর এবারের রাশিয়া বিশ্বকাপে তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনা শিবিরে। তবে বাঁচামরার শেষ ম্যাচে নাইজিরিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ ষোলোতে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মেসিদের। এরপর প্রায়শই মেসির সমালোচনা করেছেন ম্যারাডোনা। সম্প্রতি তিনি বলেছেন, মেসি অধিনায়ক হিসেবে যোগ্য নন।
×