ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরেনা-ভেনাসের শুরু জয় দিয়ে

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ জানুয়ারি ২০১৯

সেরেনা-ভেনাসের শুরু জয় দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের প্রথম গ্র্যান্ডস্লাম আসর অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই ঘটেছে অঘটন। অস্টাপেঙ্কোর পর বিদায় নিয়েছেন বেলারুশের তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুইবারের এ অস্ট্রেলিয়ান ওপেন জয়ীকে প্রথম রাউন্ড থেকেই বিদায় দিয়েছেন জার্মান তরুণী লরা সিগমুন্ড। তবে দারুণ জয়ে শুরু করেছেন ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামস ও তার সহোদরা বড় বোন ভেনাস উইলিয়ামস। ৩৭ বছর বয়সী সেরেনা মাত্র ৪৯ মিনিটে জার্মানির তাতিয়ানা মারিয়াকে ৬-০, ৬-২ সেটে হারিয়ে দেন। তবে ভেনাসকে জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কুর বিপক্ষে। তবে শীর্ষ বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ, জাপানের নাওমি ওসাকা, ব্রিটেনের জোহানা কন্টা, ইউক্রেনের এলিনা সিতোলিনা, ক্যামিলা জিওর্জি, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো ও গারবিন মুগুরুজা, কানাডার ইউজেনি বাউচার্ডরা সহজ জয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। সেরেনা দুই বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। আর সেই জয়ে তিনি ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়েন। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফেরার পর আর কোন গ্র্যান্ডস্লাম জেতা হয়নি এবং সর্বকালের সেরা মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডও ছোঁয়া হয়নি। মেলবোর্নে এবারও সেই শিরোপা জিতে ইতিহাস গড়তে চান সেরেনা। রড লেভার এ্যারেনায় শুরুটাও করেছেন দুর্দান্তভাবে। তার কাছে কোন পাত্তাই পায়নি জার্মানির উঠতি তরুণী তাতিয়ানা মারিয়া। ১৬তম বাছাই হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমে প্রথম রাউন্ডের জয়টা সেরেনা তুলে নিয়েছেন মাত্র ৪৯ মিনিটে। মাত্র ১৮ মিনিটেই প্রথম সেট জিতে যান সেরেনা। কোন গেমই জিততে পারেননি মারিয়া। পরের রাউন্ডে তিনি কানাডিয়ান সুন্দরী বাউচার্ডের মুখোমুখি হবেন। বাউচার্ড প্রথম রাউন্ডে ৬-২, ৬-১ সেটে চাইজিন তারকা শুয়াই পেংকে উড়িয়ে দিয়েছেন। তবে ৩৮ বছর বয়সী ভেনাসের জয় পেতে বেশ লড়াই করতে হয়েছে। বর্তমানে ৩৬ র‌্যাঙ্কিংধারী ভেনাস মিহায়েলার বিপক্ষে জয় পান ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৩) ও ৬-২ সেটে। পরের ম্যাচে ভেনাসের প্রতিপক্ষ এ্যালিজ করনেট। তিনি ৬-২, ৬-২ সেটে স্পেনের লারা আরুবারেনার বিপক্ষে জয় তুলে নিয়েছেন। এছাড়া শীর্ষ বাছাই সিমোনা ৬-৭ (২-৭), ৬-৪, ৬-২ সেটে কাইয়া কানেপিকে, কন্টা ৭-৬ (৭-৪), ২-৬, ৭-৬ (৯-৭) সেটে আজলা টমলিয়ানোভিচকে, ওসাকা ৬-৪, ৬-২ সেটে মাগদা লিনেটকে হারিয়ে জয় তুলে নিয়েছেন। দ্বিতীয় দিনের সবচেয়ে বড় অঘটন ছিল সাবেক বিশ্বসেরা আজারেঙ্কার বিদায়। তিনি জার্মান তারকা সিগমুন্ডের কাছে প্রায় ৩ ঘণ্টার লড়াইয়ে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-২ সেটে পরাজিত হন। ২০১২ ও ২০১৩ সালে পর পর দুইবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন আজারেঙ্কা। ২০১৬ ইউএস ওপেনের পর এই প্রথম আবার কোন মেজর আসরে ম্যাচ জিতলেন সিগমুন্ড। আর ২০০৬ সালে মেলবোর্ন পার্কে অভিষেক আবির্ভাবে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন আজারেঙ্কা, এবার সেই পুনরাবৃত্তি হলো এত বছর পর। এছাড়া ডোমিনিকা সিবুলকোভাকে ৬-২, ৪৭-৬, ৬-২ সেটে চীনের ঝ্যাং শুয়াই, অস্ট্রেলিয়ার সানান্থা স্টোসারকে ৭-৫, ৬-২ সেটে ডায়ানা ইয়াসট্রেমস্কা, দারিয়া গ্যাভ্রিলোভাকে ৭-৫, ৬-৩ সেটে তামারা জিদানসেক এবং রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে ৬-৩, ৬-০ সেটে তিমিয়া ব্যাকসিনস্কি হারিয়ে দিয়ে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। ৬ নম্বর বাছাই ইউক্রেনের সিতোলিনা অবশ্য সহজ জয় পেয়েছেন। তিনি ভিক্টোরিয়া গলুবিচকে ৬-১, ৬-২ সেটে উড়িয়ে দেন। এছাড়া ক্যামিলা জিওর্জি ৬-৩, ৬-০ সেটে দালিলা জাকুপোভিচকে, নাভারো ৭-৫, ৬-২ সেটে ক্লারা বুরেলকে, আনাস্তাসিয়া সেবাস্তোভা ৬-৩, ৬-১ সেটে মোনা বার্থেলকে ও মুগুরুজা ৬-২, ৬-৩ সেটে ঝেং সাইসাইকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
×