ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান অনুর্ধ-১৪ টেনিস

বাংলাদেশের মিশ্র সাফল্য

প্রকাশিত: ০৬:৪৩, ১৬ জানুয়ারি ২০১৯

বাংলাদেশের মিশ্র সাফল্য

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাঙ্ককে চলমান এশিয়ান অনুর্ধ-১৪ টেনিসে দ্বিতীয় রাউন্ডের খেলায় বালক এককে বাংলাদেশের সব খেলোয়াড় জয় পেলেও জয় পায়নি বালিকা খেলোয়াড়রা। এছাড়া দ্বৈতে বালক বিভাগে সব খেলোয়াড় জয় পেলেও বালিকা বিভাগে দ্বৈতের জয় পেয়েছে কেবল একজন। বালক এককে মাহাদী হোসেন আলভি কাজাখস্তানের সুলতান ইউনুসভকে, জুবায়েদ উৎস পাকিস্তানের হাসান আলীকে, রুমান হোসেন ইরানের আমিরালি ঘাভামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। বালক দ্বৈতে মাহাদী হাসান আলভি ও জুবায়েদ উৎস জুটি পাকিস্তানের হুজাইফা খান ও হাসান আলী জুটিকে এবং রুমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইসরার গুল জুটি কাজাখস্তানের তামিলান বেকডাইদেভ ও ইনসার কারিবভকভ জুটিকে হারায়। বালিকা এককে মাসফিয়া আফরিন নেপালে ঈশা শ্রী শাহের কাছে, সুবর্ণা খাতুন মঙ্গোলিয়ার মারতা চগসোকাভর কাছে এবং সাদিয়া আফরিন মঙ্গোলিয়ার মারালগো চগসোমাজভর কাছে হেরে যায়। বালিকা দ্বৈতে মাসফিয়া আফরিন ও মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়া জুটি বাংলাদেশের সাদিয়া আফরিন ও সুবর্ণা খাতুন জুটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।
×