ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আর লাগবে না গাড়ি ভাড়া

প্রকাশিত: ০৬:১২, ১৬ জানুয়ারি ২০১৯

আর লাগবে না গাড়ি ভাড়া

ইউরোপের দেশ লুক্সেমবার্গে চলাচলের জন্য গণপরিবহনে এখন থেকে কোন ভাড়া লাগবে না। দেশটির যানজটের সমস্যা সমাধে কর্তৃপক্ষ সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি কার্যকর হবে এ বছর মার্চ থেকে। এ লক্ষ্যে ট্রেন, ট্রাম ও বাসসহ সব ধরনের গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি অনেক। এর জনসংখ্যা ৬ লাখ ২ হাজার। তবে দেশটি আয়তনে মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার। তাই জায়গার সংকট তীব্র। টেকসই উন্নয়ন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে গাড়ির চালকেরা গড়ে ৩৩ ঘণ্টা যানজটে আটকা ছিল। গোটা দেশে গণপরিবহন সেবা আছে। প্রতিবছর এর পেছনে সরকারের খরচ ৫৬ কোটি ২০ লাখ ডলার। প্রতিবছর টিকেট বিক্রি করে পাওয়া যায় ৪ কোটি ৬০ লাখ ডলার।-ওয়াশিংটন পোস্ট
×