ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইফ্্ফাত আরা দেওয়ানের চিত্রপ্রদর্শনী

প্রকাশিত: ০৬:১২, ১৬ জানুয়ারি ২০১৯

ইফ্্ফাত আরা দেওয়ানের চিত্রপ্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ শুরু হলো চিত্রশিল্পী ইফ্্ফাত আরা দেওয়ানের চিত্রকর্মে সজ্জিত প্রদর্শনী। ‘চাঁদের এত আলো’। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গনে এ প্রদর্শনীর সূচনা হয়।। প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন ইফ্্ফাত আরা দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য দেন এ্যাডভোকেট নাহিদ মাহতাব। গ্যালারির পরিচালক রুমী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা আর্ট গ্যালারির স্বত্বাধিকারী মুস্তফা খালিদ পলাশসহ অনেকে। উদ্বোধনী বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, ইফ্্ফাত আরার ছবির বিষয় সহজ ও সাধারণ হলেও এর একটা আলাদা ছন্দ আছে। তিনি সঙ্গীতে যা করেন তাই তার চিত্রশিল্পে প্রকাশ করেছেন। তার আঁকা ছবিতে রঙের আধিক্য নাই, ভেতরের ডিজাইনও চমৎকার। তার ছবিতে প্রকৃতি ধরা দিয়েছে নিবিড় ভাবে। ছবির যে নামকরণ করেছেন, সেগুলো অসাধারণ। নাহিদ মাহতাব বলেন, শিল্পী ইফ্ফাত আরা রবীন্দ্র সঙ্গীতের এক ধ্রুবতারা। ১৯৯০ সালের দিকে যার আঁকাআঁকি শুরু। ’৯২ সাল থেকে প্রদর্শনী করছেন। তার ছবিতে রবীন্দ্র সঙ্গীতের একটা ছন্দ খুঁজে পাওয়া যায়। এটা তার ছবির একটা বৈশিষ্ট্য। তার ছবিগুলো দেখলে একটা নষ্টালজিয়া কাজ করে। ছবির বিষয়গুলো খুব সাধারণ হলেও মন ছুঁয়ে যায়। অনুভূতি প্রকাশে ইফ্ফাত আরা দেওয়ান বলেন, গানের ফাঁকে ফাঁকে ছবি আঁকি। যখন কিছু সৃষ্টি করি, অনেক আনন্দ পাই। সেই আনন্দটাই সবার মাঝে ছড়িয়ে দিতে প্রদর্শনীর আয়োজন করা। ইফ্ফাত আরা একাধারে একজন সঙ্গীত শিল্পী ও একজন চিত্রশিল্পী। তার ছবি জীবনের আকুতি, আনন্দ বেদনা প্রকাশের অন্যতম রূপ। চাঁদেনর এত আলো শীর্ষক প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ৪৮টি চিত্রকর্ম। বাংলাদেশের বাইরেও এই শিল্পী ভারত, সিঙ্গাপুর ও ফ্রান্সে একক প্রদর্শনী করেছেন। প্রদর্শনী চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×