ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচনে নিজেদের ভরাডুবির কারণ খুঁজে বের করুন ॥ বিএনপিকে হানিফ

প্রকাশিত: ০৬:১১, ১৬ জানুয়ারি ২০১৯

নির্বাচনে নিজেদের ভরাডুবির কারণ খুঁজে বের করুন ॥ বিএনপিকে হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বিএনপির উদ্দেশে বলেছেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে নিজেদের ভরাডুবির কারণ খুঁজে বের করুন। তাহলে ভবিষ্যতে রাজনীতির সঠিক পথের খোঁজ পাবেন। আর ব্যর্থতা ঢাকতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিলে রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলেয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষে এই বর্ধিত সভার আয়োজন করা হয়। হানিফ বলেন, বিএনপি তাদের দুর্নীতি ও সন্ত্রাসের দায়ে দ-প্রাপ্ত নেতাদের বাদ দিয়ে উদার ও সৎ নেতৃত্ব গ্রহণ করলে তাদের প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসতে পারে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয় হবে তা দেশের মানুষ জানত। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দশ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা লাভের পর অন্য সরকারের সময়ে তার দশভাগের এক ভাগও হয়নি। তিনি বলেন, দেশের মানুষ উন্নয়ন ও শান্তি চায়। তাই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছে। আর এ আস্থার জন্যই আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এ বিজয় হচ্ছে আওয়ামী লীগের প্রত্যাশিত বিজয়। তিনি বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এ নির্বাচনে ভরাডুবির কারণ বিএনপির নেতাদের খুঁজে বের করা দরকার। তাহলে তারা ভবিষ্যতে রাজনীতির সঠিক পথ খুঁজে পাবেন। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
×