ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীকে তিন দেশের অভিনন্দন

প্রকাশিত: ০৬:০২, ১৬ জানুয়ারি ২০১৯

পররাষ্ট্রমন্ত্রীকে তিন দেশের অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ, ব্রুনাই দারুসসালামের পররাষ্ট্রমন্ত্রী এরিয়েন ফেন ইউসুফ ও এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইসভেন মিকচার। পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানিয়েছেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়। খবর ওয়েবসাইটের। জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুসলিম ভ্রাতৃত্ববোধের সম্পর্ক রয়েছে। আগামী দিনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দেশ একযোগে কাজ করবে। আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়ে ব্রুনাই দারুসসালামের পররাষ্ট্রমন্ত্রী এরিয়েন ফেন ইউসুফ বলেন, দুই দেশ বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।
×