ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাকে কিউবা ও চেক প্রজাতন্ত্রের অভিনন্দন

প্রকাশিত: ০৬:০০, ১৬ জানুয়ারি ২০১৯

শেখ হাসিনাকে কিউবা ও চেক প্রজাতন্ত্রের অভিনন্দন

বিডিনিউজ ॥ চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিজ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। ভোটের ফল আসার পর থেকেই বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর অভিনন্দন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী মেটিউৎজ মোরাউইসকেল বলেন, ‘বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই এবং এই সম্মানিত ও দায়িত্বশীল পদে আপনার সাফল্য কামনা করি।’ তিনি আশা প্রকাশ করেন, গতিশীলভাবে উন্নয়নের লক্ষে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে, যা অভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষে পরিণত হবে।
×