ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা জয়, শিল্প ও বিনিয়োগ সালমান

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা জয়, শিল্প ও বিনিয়োগ সালমান

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা হিসেবে তথ্যপ্রযুক্তিবিদ ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। তার এই নিয়োগ খ-কালীন, এজন্য কোন বেতন নেবেন না তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন জাতির পিতার এই দৌহিত্র জয়। গত এক দশকে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতির জন্য আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়ে থাকে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে বিভিন্ন কার্যক্রমে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়ের অংশগ্রহণ রয়েছে। আওয়ামী লীগের বিগত সরকারেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন জয়। যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই নিজের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষার শুরু হয় বলে বিভিন্ন সময় উল্লেখ করেছেন তাঁর মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকির সই করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতাবলে সালমান এফ রহমানকে বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। তার এই নিয়োগ খ-কালীন ও অবৈতনিক। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী এই দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
×