ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওশাবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

প্রকাশিত: ০৪:৪০, ১৬ জানুয়ারি ২০১৯

নওশাবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছে আদালত। একই সময় নওশাবাকে স্থায়ী জামিন মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার নওশাবার উপস্থিতিতে আইনজীবী ইমরুল কাওসার স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন নতুন করে দিন ধার্য ও নওশাবার স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে ২০১৮ সালের ৪ আগস্ট ফেসবুক লাইভে আসেন নওশাবা। ফেসবুক লাইভে তিনি বলেন, জিগাতলায় চারজনকে মেরে ফেলা হয়েছে, একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে। সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জিগাতলায় এ রকম কোন ঘটনা ঘটেনি। গুজব সৃষ্টির অভিযোগে গতবছর ৪ আগস্ট রাতে উত্তরা থেকে নওশাবা আহমেদকে আটক করে র‌্যাব-১ এর ডিএপি আমিরুল ইসলাম বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা করেন। নওশাবাকে আটক করার পর ৫ আগস্ট তাকে তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ৫ আগস্ট মহানগর হাকিম মাজহারুল হক নওশাবাকে চারদিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন। প্রথম দফায় রিমান্ড শেষে ১০ আগস্ট আবারও পুনরায় দুই দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেন একই অদালত। পরে ২১ আগস্ট পাঁচ হাজার টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। মামলার অভিযোগে বলা হয়, নওশাবা নিজের ফেসবুক আইডিতে থেকে লাইভ ভিডিও সম্প্রচার করে বলেন, আমি কাজী নওশাবা আহমেদ, আপনাদের জানাতে চাই, একটু আগে জিগাতলায় আমাদের ছোট ভাইদের একজনের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুইজনকে মেরে ফেলা হয়েছে। আপনারা সবাই একসঙ্গে হোন। প্লিজ ওদের প্রটেকশন দেন। বাচ্চাগুলো আনসেভড অবস্থায় আছে। প্লিজ আপনারা রাস্তায় নামেন। প্লিজ আপনারা রাস্তায় নামেন এবং ওদের প্রটেকশন দেন।
×