ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমপিদের শপথের বৈধতার রিটের শুনানি আজ

প্রকাশিত: ০৪:৪০, ১৬ জানুয়ারি ২০১৯

এমপিদের শপথের বৈধতার রিটের শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে নৌপরিবহন অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার ড. এস এম নাজমুল হকের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে সিভিল এ্যাভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহীদুল আফরোজসহ চার কর্মকর্তা ও ঠিকাদারের আগাম জামিন দেননি হাইকোর্ট, চার সপ্তাহের মধ্যে কক্সবাজার সিনিয়র স্পেশাল কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যদিকে দশম জাতীয় সংসদ না ভেঙ্গে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। পাঁচ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে নৌপরিবহন অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী ও সার্ভেয়ার ড. এস এম নাজমুল হকের জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুদকের আবেদনের রুল খারিজ করে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন্নেছা রতœা। শহীদুল আফরোজকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ ॥ সিভিল এ্যাভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহীদুল আফরোজসহ চার কর্মকর্তা ও ঠিকাদারের আগাম জামিন দেননি হাইকোর্ট, চার সপ্তাহের মধ্যে কক্সবাজার সিনিয়র স্পেশাল কোর্টে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আসামি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী এ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম জহিরুল ইসলাম। রিটের শুনানি আজ ॥ দশম জাতীয় সংসদ না ভেঙ্গে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মোঃ আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
×