ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাস্ট ফুড দিয়ে ট্রাম্পের অতিথি আপ্যায়ন

প্রকাশিত: ০৪:৩৮, ১৬ জানুয়ারি ২০১৯

ফাস্ট ফুড দিয়ে ট্রাম্পের অতিথি আপ্যায়ন

খাবার সরবরাহ ও পরিবেশন কর্মীর ঘাটতি থাকায় ফাস্ট ফুড দিয়েই হোয়াইট হাউসে অতিথি আপ্যায়ন সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার জন্য চার সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় চলা আংশিক অচলাবস্থাকে দায় দিয়েছেন তিনি। সোমবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল দ্য ক্লেমসন টাইগার্সকে হোয়াইট হাউসে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্ট তাদের ৩০০ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ও পিজা দিয়ে আপ্যায়ন করেন। খবর বিবিসি। ‘অচলাবস্থার কারণে, বাইরে গিয়ে আমার খরচে আমেরিকান ফাস্ট ফুড অর্ডার করেছি,’ সাংবাদিকদের এমনটাই জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বাজেটে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউসের মতবিরোধে সৃষ্ট এ অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনেক কার্যক্রমই বন্ধ হয়ে আছে। রেকর্ড ২৪ দিন ধরে চলা এ ‘অচলাবস্থায়’ হোয়াইট হাউসের আবাসিক কর্মীসহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৮ লাখ সরকারী কর্মকর্তা-কর্মচারীকে হয় বাধ্যতামূলক ছুটি নয়তো বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে। দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া কংগ্রেস থেকে আসা কোন বাজেট বিলে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্র্যাটরাও দেয়াল নির্মাণে প্রেসিডেন্টের চাওয়া অনুযায়ী ৫৭০ কোটি ডলার বরাদ্দে অস্বীকৃতি জানিয়েছে।
×