ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট

জার্মানির আট বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৪:৩৭, ১৬ জানুয়ারি ২০১৯

জার্মানির আট বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল

মজুরি বাড়ানোর দাবিতে নিরাপত্তাকর্মীদের ধর্মঘটের কারণে মঙ্গলবার জার্মানির ৮টি বিমানবন্দরের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির সবচেয়ে ব্যস্ত ভ্রমণ কেন্দ্র ফ্রাঙ্কফুট বিমানবন্দরও এর মধ্যে রয়েছে। মালিকপক্ষের সঙ্গে নিরাপত্তা কর্মীদের প্রতিনিধিত্ব করা জার্মানির শক্তিশালী ভারডি ইউনিয়ন বলেছে, ফ্রাঙ্কফুট, মিউনিখ, হ্যানোভার, ব্রেমেন, হামবুর্গ, লিপজিগ, ড্রেসডেন ও আরফুর্ট বিমানবন্দরে ধর্মঘট স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে দুইটা পরদিন রাত ৮টা পর্যন্ত চলবে। এএফপি। এডিভি এয়ারপোর্ট এ্যাসোসিয়েশন বলেছে, ফ্লাইট বাতিল বা দেরির কারণে অন্তত ২ লাখ ২০ হাজার ভ্রমণকারী বিড়ম্বনার শিকার হবেন। এছাড়াও এর ফলে অন্য বিমানবন্দরেও নেতিবাচক প্রভাব পড়বে। ফ্রাঙ্কফুট এয়ারপোর্ট অপারেটর ‘ফারপোর্ট’ ধর্মঘট চলাকালীন ইউরোপের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দরটিতে না আসতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে। এই বিমানবন্দরটি তাদের ১২শ’ নির্ধারিত ফ্লাইটের মধ্যে ৫৭০টি বাতিল করেছে। গত সপ্তাহে সোমবার বার্লিন বিমানবন্দরের ধর্মঘট ও বৃহস্পতিবার স্টুটগার্ট, কোলন/বন ও ডুসেলডর্ফের ধর্মঘটের ধারাবাহিকতায় নতুন করে এই ধর্মঘটের ডাক ভারডির সঙ্গে মালিকপক্ষের বিরোধ তীব্রতর হওয়ারই প্রমাণ দিচ্ছে। জার্মানির ফ্লাগশিপ বিমান সংস্থা লুফথানসা ধর্মঘটের ব্যাপ্তিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে পরিস্থিতির জন্য ভারডিকে অভিযুক্ত করেছে। এডিভি ধর্মঘটের ঘটনাকে দায়িত্বজ্ঞানহীন বলে এর নিন্দা করেছে। এডিভি প্রধান রালফ বেইসেল বলেছেন, ভারডি অন্যায্যভাবে ভ্রমণকারী, বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষকে জিম্মি করে ধর্মঘট চালিয়ে যাচ্ছে। ২৩ হাজার বিমান নিরাপত্তা কর্মীর প্রতিনিধিত্ব করা ভারডি বলেছে, ‘বিডিএলএস মালিকদের সংস্থার সঙ্গে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হওয়ার কারণে তারা চাপ বাড়াতে বাধ্য হয়েছে।’ ভারডির বোর্ড সদস্য উটে কিটেল বলেছেন, ‘গত সপ্তায় ধর্মঘটের হুমকি দেয়ার বিষয়টিতে তারা আদৌ সাড়া দেয়নি। তারা আগের চেয়ে ভাল কোন প্রস্তাব নিয়েও আসেনি।’ নিরাপত্তা কর্মীরা তাদের মজুরি ঘণ্টাপ্রতি ১৭ ইউরো থেকে বাড়িয়ে ২০ ইউরো করার দাবি জানিয়েছেন। অর্থাৎ, প্রায় ১৮ শতাংশ মজুরি বাড়াতে চাইছেন তারা। তবে মালিকপক্ষ দুই থেকে আট শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মালিকপক্ষের সঙ্গে ভারডির পরবর্তী আলোচনা ২৩ জানুয়ারি হওয়ার কথা।
×