ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রশংসিত নোবেল

প্রকাশিত: ০৭:১২, ১৫ জানুয়ারি ২০১৯

প্রশংসিত নোবেল

স্টাফ রিপোর্টার ॥ ভারতের জি বাংলা টিভির সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় এখনও সাফল্য ধরে রেখেছেন বাংলাদেশের মাঈনুল আহসান নোবেল। দর্শকের পাশাপাশি শো’য়ের বিচারকদের কাছেও প্রশংসিত হয়েছেন এই তরুণ। বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের জনপ্রিয় গানগুলোই নোবেলের কণ্ঠে বারবার উঠে এসেছে। ‘সারেগামাপা’র এবারের সিজন শেষ হওয়ার আগেই ভেসে বেড়াচ্ছে নোবেলকে নিয়ে চমক লাগানো নতুন খবর। নজরুলের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি শুনে বিচারকরা প্রশংসায় পঞ্চমুখ। শোতে অনেককে বলতে শোনা গেছে, গানটি অনেকেই গেয়েছেন কিন্তু নোবেলের কণ্ঠের মতো এত চমৎকার আগে শোনেননি। সম্প্রতি তিনি একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন বলে জানা গেছে। তবে সেটি বাংলাদেশের নয়, কলকাতার। ‘ভিঞ্চি দ্য’ নামে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। গানটি লিখেছেন ও সুর করেছেন অনুপম রায়। ‘ভিঞ্চি দ্য’ চলচ্চিত্রের শূটিং এরই মধ্যে শেষ। চলচ্চিত্রে নোবেলের গান থাকছে। ‘সারেগামাপা’তে অসাধারণ পারফমেন্সের কারণে নোবেলের নাম বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাভাষীদের মাঝেও ছড়িয়ে পড়েছে। নোবেলের পরিবেশনায় জেমসের ‘বাবা’ গানটি শোনার পর বিচারকরা দাঁড়িয়ে তাকে উৎসাহ দেন। আগুনঝরা সেই পরিবেশনায় গোটা মঞ্চে যেন উৎসবের বন্যা বয়ে যায়। নোবেলের পরিবেশনার মুহূর্তটি ছড়িয়ে পড়ে অনলাইনে। রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায়। প্রত্যেকের কাছ থেকেই আসে প্রশংসা। আর এহেন সাফল্যকে সঙ্গী করে তিনি যেন ‘সারেগামাপা’য় বিজয় ছিনিয়ে আনতে পারেন সে প্রত্যাশা দেশের সব সঙ্গীতপ্রেমীর।
×