ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব ॥ ফারুক

প্রকাশিত: ০৭:১০, ১৫ জানুয়ারি ২০১৯

চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব ॥ ফারুক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গুলশানের একটি রেস্তরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেন। মতবিনিময়কালে তিনি বলেন, আগে মনে করতাম গুলশান, ক্যান্টনমেন্ট, ভাষানটেক এলাকায় বেশি কাজ করা লাগবে না। আমি নিজের এলাকা ঘুরেছি। পায়ে হেঁটে নিজ এলাকার মানুষের কষ্ট দেখেছি, তাদের জন্য কাজ করতে চাই। অনেক কাজ করার সুযোগ রয়েছে এখানে। এই এলাকার নৌকা যেহেতু আমার, কাজ আমাকেই করতে হবে। শুধু চলচ্চিত্রের মানুষ হিসেবে আমি সংসদে যাইনি। রাজনীতির মানুষ হিসেবে সংসদে গেছি। দল থেকে আমাকে দলের ও দেশের কাজ করার জন্য সুযোগ দেয়া হয়েছে। মানুষের কাজ করতেই এমপি হয়েছি। চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, আমি আগেও বলেছি, রাজনীতি আমার প্রাণ আর চলচ্চিত্র আমার অন্তর। তবে একজন এমপি কখনো শুধুমাত্র চলচ্চিত্রের উন্নয়নের জন্য নির্বাচিত হন না। তাকে এলাকার লোকজনের জন্য কাজ করতে হয়। আর আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, সুযোগ পেলে চলচ্চিত্রের জন্য কাজ করা বা কথা বলার বিষয়টি আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমি নিজেই সেই সুযোগ কাজে লাগাবো। আমাদের সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আমরা সবাই মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স চাই। এখনকার পরিবেশে দর্শক হলে আনতে হলে এটা করতেই হবে। সবার আগে প্রযোজক বাঁচানোর চেষ্টা করতে হবে। ভাল গল্পের দরকার, টেকনোলজির উন্নয়ন দরকার। ভালবাসে চলচ্চিত্র দেখানোর পরিবেশ নিশ্চিত করা দরকার। আবার কখনো অভিনয়ে দেখা যাবে কী না সেই প্রসঙ্গে ‘মিয়াভাই’খ্যাত এই অভিনেতা বলেন, যদি ভাল গল্প পাই তবে অবশ্যই করবো। চলচ্চিত্রের চরিত্র বাড়ানোর প্রচেষ্টায় শামিল হবো না। অনেকেই মৌলিক গল্প নিয়ে আসে, পরে খবর নিয়ে জানতে পারি সেটা অন্য কোনো চলচ্চিত্র বা কোথাও থেকে নেয়া। এমন গল্পে তো আর কাজ করা যায় না।
×