ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউবিতে ‘বাঙালীর জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ গণবক্তৃতা

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জানুয়ারি ২০১৯

বাউবিতে ‘বাঙালীর জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ গণবক্তৃতা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিসত্তাকে বিশ্ব মানচিত্রে বীরের জাতি হিসেবে তুলে ধরেছেন। হাজার বছরের ইতিহাসে যে বাঙালী ছিল শোষিত ও বঞ্চিত। ভাষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িকতার চেতনা ও বাঙালী জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালী জাতিসত্তার পূর্ণ বিকাশ ঘটেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালীর সাহস ও শক্তির উৎস। বাঙালীর স্বপ্ন ও আকাক্সক্ষার প্রতীক। ‘বাঙালীর জাতিসত্তা ও বঙ্গবন্ধু’ বিষয়ে সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গণবক্তৃতা অনুষ্ঠানের একক বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কনফারেন্স হলে মুক্তিযুদ্ধ ও গবেষণা কেন্দ্র আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। গণবক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল হোসাইন আহমেদ ভূঁইয়া। খাগড়াছড়িতে সাংবাদিক নেতা আটক পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আজমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এক স্কুল শিক্ষিকার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। নুরুল আজম এসএ টিভি ও বিডিনিউজটোয়েন্টিফোরডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি। জানা যায়, স্থানীয় এক শিক্ষিকার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা নুরুল আজমের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার দুপুরে স্কুল শিক্ষিকা খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।
×