ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে বাড়ি বাড়ি ঘুরছে আলোর ফেরিওয়ালা

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জানুয়ারি ২০১৯

কেরানীগঞ্জে বাড়ি বাড়ি ঘুরছে আলোর ফেরিওয়ালা

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত স্লোগানে কেরানীগঞ্জে চলছে বিদ্যুত সংযোগের বিশেষ উদ্যোগ যার নাম আলোর ফেরিওয়ালা । ফেরিওয়ালা যেমন তার পণ্য নিয়ে পাড়ায়-পাড়ায়, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় ঠিক তেমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪, শুভাঢ্যা জোনাল অফিস। নতুন বছরের শুরুতে নতুন সরকারের নির্দেশে আলোর ফেরিওয়ালা খ্যাত বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ কেরানীগঞ্জে শুরু করেছে বিশেষ উদ্যোগ। ফেরিওয়ালাদের মতো ভ্যানে করে বিদ্যুত সংযোগের যাবতীয় সরঞ্জামাদি নিয়ে মানুষের দ্বার প্রান্তে ঘুরছে বিদ্যুত কর্মকর্তারা। এ উদ্যোগ এর আওতায় থাকছে দ্রুত বিদ্যুত সংযোগ, বিদ্যুত বিভ্রাট সমস্যা নিরসন ও অভিযোগ সমাধান। গ্রাহকের চাহিদা শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে এ উদ্যোগ। দিনে ৩০টিরও বেশি সংযোগ প্রদান করতে পারছে এ উদ্যোগের মাধ্যমে। গ্রাহক যখন নতুন সংযোগ চাইবে ঠিক তাৎক্ষণিক ২ মিনিটের মধ্যেই সংযোগ প্রদান করবে। ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪ জোনের ডি.জি.এম মোঃ মনোয়ারুল ইসলাম জনকণ্ঠকে বলেন, মানুষের দ্বার প্রান্তে এসে আমরা বিদ্যুত এর সেবা দিচ্ছি।
×