ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৬:৪৯, ১৫ জানুয়ারি ২০১৯

না’গঞ্জে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কতৃৃপক্ষ। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে রায়েরবাগ পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা, টংঘর ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সওজের এস্টেট ও আইন কর্মকর্তা উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান ফারুকী এবং মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আলীউল হোসেন এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শেখসহ বিপুল সংখ্যক পুলিশ ও সওজের লোকজন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আলীউল হোসেন জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে মহাসড়কের দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শেখ জানান, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি আরও জানান, উচ্ছেদ অভিযানে শনির আখড়ার ফুটওভারব্রিজের নিচে ও আশপাশের দোকানপাট, কাজলা থেকে রায়েরবাগ পর্যন্ত ৫-৬টি সেঃমিঃ পাকা স্থাপনা, পেট্রোল পাম্পের অবৈধ দেয়াল, কয়েকটি টংঘরসহ অবৈধ শতাধিক দোকানপাট ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এ অভিযান একটানা তিন দিন চলবে। একটি সূত্র জানান, মহাসড়কের উভয় পাশে প্রভাবশালী মহল অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। মহাসড়কের ফুটপাথ জুড়ে এ সময় অবৈধ দোকানপাট বসানো হয়। এ অবৈধ দোকানপাটের কারণে এ মহাসড়কের পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। অবৈধ স্থাপনা ও দোকানপাটের কারণে কখনও কখনও এ মহাসড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছে।
×