ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ জানুয়ারি ২০১৯

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৪ জানুয়ারি ॥ সরিষাবাড়ী উপজেলায় পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষরা পলাশ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে নিহত পলাশ স্থানীয় পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। জানা গেছে, কিছুদিন আগে পলাশের বন্ধু ফাহিমের ছোট ভাইয়ের জেএসসি পাশের প্রশংসাপত্র তুলে দেয়ার জন্য ২ হাজার টাকা নেয় আরেক বন্ধু সাগর। সাগর প্রশংসাপত্র দিতে না পারার কারণে তাদের মধ্যে এ নিয়ে মনোমালিন্য চলছিল। রবিবার রাত সাড়ে আটটার দিকে সাগর পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে মোবাইলে ফোন করে ফাহিমকে রুদ্র বয়ড়ায় সাগরদের বাড়িতে ডেকে নেয়। ফাহিম ও পলাশসহ কয়েকজন বন্ধু টাকা নেয়ার জন্য সাগরদের বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সাগর ও তার বাবা আব্দুর রশিদ পলাশকে কুড়াল দিয়ে কোপায়। এতে পলাশ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ৩টার দিকে পলাশ সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে হামলাকারী আব্দুর রশিদ ও তার ছেলে সাগরসহ পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। স্থানীয় তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য সাগরের দাদি রওশনারাকে আটক করেছে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোহব্বত কবীর বলেন, পলাশকে কুপিয়ে আহত করার পর থেকেই আব্দুর রশিদ ও তার ছেলে সাগরসহ পরিবারের সদস্যরা পালিয়েছে। তাদেরকে আটক করার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সাগরের দাদি রওশনারাকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাগেরহাটে দুই লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোড়েলগঞ্জ উপজেলায় এক কৃষক ও এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খারইখালী গ্রামের মৃত তোফেল উদ্দিনের ছেলে কৃষক আব্দুল শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে পূর্বসরালিয়া গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে নববধূ সারমিন বেগম (২০) এর মরদেহ। জানা গেছে, খারইখালী গ্রামের কৃষক আব্দুল শেখ রবিবার পার্শ্ববর্তী পঞ্চকরণ গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যায়। রাত ৯টার দিকে নিজ বাড়ি ফেরার পথে স্বপন হাওলাদারের দোকানের কাছে পৌঁছে সে মারা যায়। সারারাত ওই দোকানের সামনেই লাশ পাহারায় রাখে স্থানীয় চৌকিদার ও স্বজনেরা। ভোর ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপরদিকে পূর্ব সরালিয়া গ্রামের সামছুর রহমান খানের মেয়ে সারমিন বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে। সোমবার সকাল ৯টা দিকে সে পিত্রালয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিল না। মাত্র দুমাস পূর্বে বিয়ে হয়েছে সারমিনের। শেরপুরে ধানক্ষেতে লাশ নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে সোহাগ মিয়া (১৭) নামে এক ট্রলি হেলপার কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার উত্তর সন্ন্যাসীভিটা গ্রামের একটি ধানক্ষেতের মাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় ইউসুফ আলীর ছেলে। এদিকে ওই ঘটনায় পুলিশ নুরুল হক নামে এক ট্রলি চালককে আটক করেছে। বি’বাড়িয়ায় যুবক স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, রকিব (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে শহরের উত্তর মৌড়াইল এলাকার নিজ বাড়ি থেকে হাত বাঁধা ও ঝুলন্ত অবস্থায় থাকা যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মৌড়াইল এলাকার আব্দুল আজিজের ছেলে। সে পেশায় একজন দর্জি ছিল।
×