ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: ০৬:৪৬, ১৫ জানুয়ারি ২০১৯

কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পরীক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ বালুবাহী লরি ট্রাক্টরের ধাক্কায় জান্নাতুল ফেরদাউস ঊর্মি (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক নিহতের চাচাতো দেবর আবু উবায়দা (১৫) আহত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের সদরের খিলপাড়া নতুন জেলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার করিমগঞ্জ উপজেলার সালুয়াকান্দি গ্রামের জিয়াউল হক খোকনের মেয়ে জান্নাতুল ফেরদাউস ঊর্মি গতবছর করিমগঞ্জের চাতল এসবি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়। ৪-৫ মাস আগে সদর উপজেলার মারিয়া উত্তর প্যারাভাঙ্গা গ্রামের আল জাবের বাতেনের সঙ্গে ঊর্মির বিয়ে হয়। পরে সে স্বামীর বাড়িতে থেকেই গণিত বিষয়ে পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। সোমবার সকালে ঊর্মি স্বামীর বাড়ি থেকে চাচাতো দেবর আবু উবায়দার মোটরসাইকেলে করে শহরের হয়বতনগর এলাকায় গণিত প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে নতুন জেলখানা এলাকা অতিক্রমকালে হোসেনপুর থেকে কিশোরগঞ্জগামী একটি বালুবাহী লরি ট্রাক্টর মোটরসাইকেল টিকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ঊর্মি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া মোটরসাইকেলের চালক আবু উবায়দা মোটরসাইকেলসহ পড়ে গিয়ে আহত হয়। শেরপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নালিতাবাড়ীতে ট্রাকচাপায় আব্দুল জলিল নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার নকলা-নাকুগাঁও মহাসড়কের যোগানিয়া কান্দাপাড়া সাইব আলীর মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আব্দুল জলিল ও তার বড় ভাই সেকান্দর আলী ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশে বের হন। ওই সময় নালিতাবাড়ীগামী একটি সার বোঝাই ট্রাক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জলিলকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মাগুরায় ছাত্রী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শ্রীপুর ওয়াপদা লাঙ্গরবান্ধ সড়কের বরইচরা এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানের সঙ্গে অপর একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে রাইফা (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে শ্রীপুরের সোনাতুন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী এবং সোনাতুন্দি গ্রামের আঃ রউফ মোল্লার মেয়ে।
×