ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেয়াদোত্তীর্ণ পানির জার ধ্বংস

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ জানুয়ারি ২০১৯

মেয়াদোত্তীর্ণ পানির জার ধ্বংস

বিএসটিআই, ঢাকার উদ্যোগে নিয়মিত সার্ভিল্যান্স টিম সোমবার রাজধানীর বকশিবাজার ও চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ জারে পানি সরবরাহের কারণে অবৈধ প্রতিষ্ঠান এবং এলাকার বিভিন্ন রাস্তায় পানি সরবরাহকারী ভ্যান ও ট্রাক থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক জার জব্দ এবং ধ্বংস করা হয়। এ সময় জারের লেবেলে উৎপাদনকারীর নাম ও ঠিকানাসহ পণ্যের পরিচিতিমূলক তথ্যাদি সঠিকভাবে মুদ্রিত না থাকায় এলাকার তিয়াস ওয়াটার সাপ্লাই, বকশিবাজার, ঢাকা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, বিএসটিআইর এরূপ অভিযান চলমান থাকবে। -বিজ্ঞপ্তি মাদকসহ ৪৯ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ সূত্র জানায়, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজধানীর ৫০ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭২২ পিস ইয়াবা, ১৯০ গ্রাম হেরোইন, ৬ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
×