ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভবনের আশপাশের ভাঙ্গা সড়কে বিব্রত ইউজিসি

প্রকাশিত: ০৬:৪২, ১৫ জানুয়ারি ২০১৯

ভবনের আশপাশের ভাঙ্গা সড়কে বিব্রত ইউজিসি

স্টাফ রিপোর্টার ॥ ভবনের আশপাশের ভাঙ্গা সড়কে বিব্রত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সাংবাদিকদের বলেছেন, সড়কের দুরবস্থায় আমরা বিব্রত হই এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। চেয়ারম্যান সংশ্লিষ্টদের কাছে ভবন সংলগ্ন সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। চেয়ারম্যান বলেন, দেশের ১৫০টির অধিক বিশ্ববিদ্যালয়ের তদারকির দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। প্রতিদিন বিশ্বব্যাংক, এডিবি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দূতাবাসের পদস্থ কর্মকর্তা, সরকারের বিভিন্ন মন্ত্রী, শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা প্রশাসক, পরিকল্পনাবিদ, বিভিন্ন কাজে ইউজিসিতে আসেন। সড়কের দুরবস্থার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন। প্রফেসর মান্নান বলেন, এতে আমরা বিব্রত হই এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। চেয়ারম্যান জানান, ভবন সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। খানা-খন্দে ভরা এ সড়কে বিভিন্ন সংস্থার কাজের ফলে বছরব্যাপী জলাবদ্ধতা লেগেই থাকে। আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়কটির অবস্থা সবচেয়ে করুণ। বেহাল সড়কের কারণে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ইউজিসিতে আগত দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংশ্লিষ্টদের কাছে ইউজিসিকে বিব্রত হতে হয়। সড়কের বেশির ভাগ গর্তগুলো সৃষ্টি হয়েছে ইউজিসির প্রবেশ দ্বারে ও সংলগ্ন স্থানে।
×