ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেআইনীভাবে বোতলজাত পানির মান নির্ণয় প্রতিবেদন দাখিলে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৬:৪১, ১৫ জানুয়ারি ২০১৯

বেআইনীভাবে বোতলজাত পানির মান নির্ণয় প্রতিবেদন দাখিলে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বেআইনিভাবে বোতলজাত করা খাবার পানির মান নির্ণয় করে আগামী ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অবৈধ সম্পদ অর্জনের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দেয়া হয়েছে আদালত। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। বেআইনীভাবে বোতলজাত করা খাবার পানির মান নির্ণয় করে আগামী ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ জে আর খান রবিন। তার সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী শাম্মী আক্তার। অন্যদিকে, বিএসটিআইর পক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। পরে জে আর খান রবিন বলেন, বাজারের বোতলজাত পানির মান পরীক্ষা করে আজ (সোমবার) হাইকোর্টে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু বিএসটিআইর পক্ষ থেকে ওই প্রতিবেদন দাখিল করতে সময় চাওয়ায় আদালত আগামী ২১ জানুয়ারির মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের সময় মঞ্জুর করেছেন। এর আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর বাজারে বেআইনীভাবে বোতলজাত করা খাবার পানি সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছিল। আব্বাস দম্পত্তির ৮ সপ্তাহের জামিন ॥ ২০ কোটি ৭৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে আদালত। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের এক সপ্তাহের আগাম জামিন দেন। আব্বাস দম্পতির পক্ষে আদালতে ছিলেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন। আব্বাস দম্পতির বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেছিলেন।
×