ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অরিত্রী আত্মহত্যায় প্ররোচনা

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই দুই শিক্ষিকা

প্রকাশিত: ০৬:৪১, ১৫ জানুয়ারি ২০১৯

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই দুই শিক্ষিকা

স্টাফ রিপোর্টার ॥ ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় আদালতে আত্মসর্মপণ করে জামিন পেলেন সেই দুই শিক্ষিকা। ওই দুই শিক্ষিকাকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করেছিল। এ নিয়ে অরিত্রী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষিকাই জামিন পেলেন। সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও স্কুলটির প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা। আদালত শুনানি শেষে পুলিশী প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত দুই শিক্ষিকার জামিন মঞ্জুর করেন। এর আগে গতবছরের ডিসেম্বরে অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনার মামলায় ভিকারুননিসার আরেক অভিযুক্ত শিক্ষিকা হাসনা হেনাকে জামিন দেয় আদালত। প্রসঙ্গত, গতবছরের ৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রী। অরিত্রীর পিতা দিলীপ অধিকারীর দাবি, পরীক্ষায় নকল করার অভিযোগ এনে তাকে ও তার স্ত্রী এবং মেয়েকে বিদ্যালয়ে ডেকে নিয়ে অপমান করার জেরে আত্মহত্যা করার ঘটনাটি ঘটে। এ ঘটনায় উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। এছাড়াও স্কুল ও শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত একাধিক তদন্ত কমিটির তদন্তেও ঘটনার জন্য স্কুলটির শিক্ষক হাসনা হেনা, অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও স্কুলটির প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরা দোষী সাব্যস্ত হন।
×