ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বই মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত করে

প্রকাশিত: ০৬:৪০, ১৫ জানুয়ারি ২০১৯

বই মানুষের সুপ্ত প্রতিভা বিকশিত করে

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, মানব সভ্যতার অগ্রগতি নির্ভর করে শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞানের ওপর। আর বই-ই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম এবং জ্ঞানের প্রকৃত ধারক ও বাহক। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। বই মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। বই হতে লব্ধ জ্ঞান উন্মোচন ঘটায় নবদিগন্তের, মানুষকে সচেতন করে তোলে তার দায়দায়িত্ব সম্পর্কে এবং বদলে দিতে পারে মানুষের জীবনের দৃষ্টিভঙ্গিকে। এ বিশ্বের বড় বড় জ্ঞানী ব্যক্তি বইপ্রেমিক ছিলেন। কারণ, বই পড়ার মধ্য দিয়ে মানুষ বিশাল জ্ঞানরাজ্যে প্রবেশ করে এবং অনেক অজানার দিগন্তকে উন্মোচিত করে। সোমবার সুপ্রীমকোর্টে সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, শুধু পাঠ্যসূচীর কয়েকটি বই পড়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রীতেই জ্ঞানের পূর্ণতা অর্জন করা যায় না। এ জন্য বহুমুখী প্রতিভা অর্জন ও বিচিত্র জ্ঞানের জন্য নানা ধরনের বই পড়তে হয়। জ্ঞানার্জনের নির্দিষ্ট বই এবং নির্ধারিত কোন সময়সীমা নেই। বিখ্যাত ফার্সি কবি শেখ সাদী (র:) এ প্রসঙ্গে বলেন, সমস্ত জীবন জ্ঞানের ওপর লেখা-পড়া করে বুঝেছি যে, জ্ঞানের বাতাস গায়ে লেগেছে মাত্র। প্রকৃত জ্ঞান অর্জন করতে পারিনি। জ্ঞানরাজ্যের তৃপ্তি মেটানোর জন্য বইয়ের বিকল্প নেই। বই আত্মার খোরাক জোগায়। অন্ধকার যেমন আলো ছাড়া দূর করা যায় না তেমনি বই ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না। তিনি বলেন, আমাদের সুশীল সমাজের অংশ হিসেবে বিচারক এবং আইনজীবীবৃন্দকে মনে রাখতে হবে- ধৈর্য, তিতিক্ষা ও সাধনা ছাড়া জ্ঞানের দীপশিখা জ্বলবে না। আইন শিক্ষার পাশাপাশি আমাদের বিজ্ঞান, সাহিত্য, শিল্প, কাব্য, দর্শন এবং সাংস্কৃতিক বিষয়ক জ্ঞান অর্জনে ব্রতী হতে হবে। তথ্যপ্রযুক্তিরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ গৌরবের শীর্ষ শিখরে পৌঁছানোর জন্য বই পড়ার বিকল্প নেই। পল্লী কবি জসীমউদ্দীন বলেছেন, বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। জ্ঞান এবং আনন্দ বিনা মানব জীবন হয়ে পড়ে নিশ্চল। জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, সুবাসিত করতে হলে জ্ঞানার্জন করতে হবে। পৃথিবীর যাবতীয় জ্ঞানের কথা যেন বইয়ের মাঝে লুকিয়ে আছে। নিজেকে জানতে হলে, পৃথিবীকে জানতে হলে বই পড়তে হবে। তাই বই পড়ার তাৎপর্যস্বরূপ আমেরিকার বিখ্যাত অভিনেতা ডরষষ জড়মবৎং বলেছেন, অ সধহ ড়হষু ষবধৎহং রহ ঃড়ি ধিুং, ড়হব নু ৎবধফরহম, ধহফ ঃযব ড়ঃযবৎ নু ধংংড়পরধঃরড়হ রিঃয ংসধৎঃবৎ ঢ়বড়ঢ়ষব. প্রধান বিচারপতি আরও বলেন, আমাদের সমাজে অনেক শিক্ষিতই এখন বই কেনেন না আবার সংগ্রহে থাকার পরও পড়েন না। বই পড়ার আগ্রহ দিন দিন হারিয়ে ফেলার কারণেই আজকের যুবসমাজ নানা অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে। সুতরাং ব্যক্তি ও পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত করতে এবং সমাজকে উন্নত করতে বই ও পাঠাগারকে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন সুপ্রীমকোর্ট বার সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চাকসু নির্বাচনের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী এক মাসের মধ্যেই ২৮ বছর ধরে বন্ধ থাকা এই নির্বাচন দেয়ার দাবি জানান। বক্তারা বলেন, চাকসু নির্বাচন না হওয়ায় যেমন শিক্ষার্থীদের সঠিক অধিকার আদায় হচ্ছে না, তেমনি হলগুলোর ছাত্র সংসদও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অন্যদিকে আবাসিক হলের সমস্যা, শাটল সমস্যা, যাতায়াত সমস্যা, সেশনজটসহ শিক্ষার্থীদের কোন সমস্যাই সমাধান হচ্ছে না।
×