ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুমিনিয়ামের ফলস সিলিংয়ের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ জানুয়ারি ২০১৯

নাহি এ্যালুমিনিয়ামের ফলস সিলিংয়ের উৎপাদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এ্যালুমিনিয়াম প্যানেল লিমিটেডের এ্যালুমিনিয়াম ফলস সিলিং প্রস্তুত বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। আজ মঙ্গলবার থেকে ওই ইউনিটে উৎপাদন চলবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে এই ইউনিট স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, নাহি এ্যালুমিনিয়াম ২০১৭ সালে আইপিওর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানির দেয়া তথ্যানুসারে, ইতোমধ্যে এ্যালুমিনিয়াম ফলস সিলিংয়ের জন্য একটি ভবন ও প্রয়োজনীয় মেশিনারিজ আমদানি করা হয়েছে। ডিএসই-৩০ সূচকে নতুন তিন কোম্পানি অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে ৩টি কোম্পানি। কোম্পানি ৩টি হলো : পূবালী ব্যাংক, বিবিএস ক্যাবলস এবং কনফিডেন্স সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসই-৩০ সূচক সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে পূবালী ব্যাংক, বিবিএস ক্যাবলস এবং কনফিডেন্স সিমেন্ট। যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। আর ডিএসই-৩০ সূচক থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং ওরিয়ন ফার্মা বাদ পড়েছে।
×