ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গত বছরে ব্যাংক খাতের লেনদেন কমেছে ৭২.১০ শতাংশ

প্রকাশিত: ০৬:৩৫, ১৫ জানুয়ারি ২০১৯

গত বছরে ব্যাংক খাতের লেনদেন কমেছে ৭২.১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত ২০১৮ সালে খাতভিত্তিক লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংক খাতের শেয়ারে ৭২.১০ শতাংশ লেনদেন কমেছে। আলোচ্য বছরে ডিএসইর মোট লেনদেনে ব্যাংকের অংশ ছিল ১০.২৯ শতাংশ। যা ২০১৭ সাল শেষে এর পরিমাণ ছিল ২২.৬৮ শতাংশ। ডিএসই প্রাপ্ত তথ্যে দেখা গেছে, আলোচ্য বছরে ব্যাংক খাতের ৬০৮ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৩ হাজার ৭২৫ কোটি ৫৬ লাখ টাকা। ২০১৭ সালে ব্যাংক খাতে ২ হাজার ৭২ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯১১টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৪৯ হাজার ১৯৯ কোটি ১৬ লাখ টাকা। সেই হিসাবে ২০১৮ সালে শেষে ব্যাংক খাতের লেনদেন কমেছে ৩৫ হাজার ৪৭৩ কোটি ৬০ লাখ টাকা বা ৭২.১০ শতাংশ। যা ডিএসইর মোট লেনদেনের ১২.৩৯ শতাংশ। ২০১৮ সালে লেনদেনে ডিএসইতে বস্ত্র খাত ছিল এগিয়ে। আলোচ্য বছরে ডিএসইর মোট লেনদেনের ১৬.৩৬ শতাংশ ছিল বস্ত্র খাতের। ২০১৭ সালে এই খাতের অবদান ছিল ১১.৮৮ শতাংশ। আলোচ্য বছরে এ খাতের কোম্পানিগুলোর মোট ৮০১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২১ হাজার ৮১৭ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে এর পরের অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনে এই খাতের অবদান ১৫.৪৮ শতাংশ। আলোচ্য বছরে ৩৪৪ কোটি ৬৬ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ২০ হাজার ৬৩৯ কোটি ৯৬ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ছিল ওষুধ খাত। ডিএসইর মোট লেনদেনে এই খাতের অবদান ১২.৩১ শতাংশ। আলোচ্য বছরে ২৯৫ কোটি ৭৫ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৬ হাজার ৪১১ কোটি ৫১ লাখ টাকা। এছাড়া ডিএসইর মোট লেনদেনের ১১.০৭ শতাংশ জ্বালানি ও বিদ্যুত, ৬.২৬ শতাংশ বিবিধ, ৪.৫১ আর্থিক প্রতিষ্ঠান, ৪.৩৭ খাদ্য, ৩.৪০ শতাংশ বীমা, ২.৮০ শতাংশ তথ্যপ্রযুক্তি, ২.৪০ শতাংশ টেলিযোগাযোগ, ২.২১ শতাংশ ট্যানারি, ২.১০ শতাংশ সিরামিক, ১.৭৫ শতাংশ সিমেন্ট, ১.৬১ শতাংশ পর্যটন ও ভ্রমণ, দশমিক ৯৮ শতাংশ কাগজ, দশমিক ৭৯ শতাংশ মিউচুয়াল ফান্ড, দশমিক ৭৭ শতাংশ সেবা ও আবাসন, দশমিক ৫৬ শতাংশ পাট এবং বন্ডের ছিল দশমিক ০১ শতাংশ।
×