ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাট্যদল নাটুয়ার নিশিকাব্য নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:১০, ১৫ জানুয়ারি ২০১৯

নাট্যদল নাটুয়ার নিশিকাব্য নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ স্লোতস্বিনী নদীর মতো প্রবহমান ধারায় এগিয়ে যাচ্ছে ঢাকার মঞ্চনাটক। নানা সময়ে দলের মাঝে ভাঙ্গাগড়া চললেও থেমে থাকেনি নাট্যচর্চা। নাটকের প্রতি সেই দায়বদ্ধতা আর ভালবাসায় জন্ম নিল আরেকটি নাট্যদল। সৃষ্টি হলো নাটুয়া নামের নতুন নাট্যদলের। আর ভাল কিছুর ইঙ্গিত দিয়ে নতুন নাট্য সংগঠনটি মঞ্চে নিয়ে এলো নতুন প্রযোজনা। নিশিকাব্য নামের নাটকের মাধ্যমে যাত্রা শুরু হলো দলটির। মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ’ অবলম্বনে নিশিকাব্য নাটকটি লিখেছেন মঈন উদ্দিন পাঠান। সমাজের উঁচুতলার মানুষের ভোগ বিলাসের শিকার হওয়া প্রান্তিক মানুষের গল্পবলা নাটকটির নির্দেশনা দিয়েছেন আব্দুল মমিন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে প্রযোজনাটি উদ্বোধনী মঞ্চায়ন হয়। প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক আব্দুল মমিন বলেন, সমাজের উঁচুতলার মানুষের বিচিত্র রকমের ভোগ বিলাসের শিকার হয় প্রান্তিক মানুষ। নিশিকাব্য নাটকে তেমনই এক চরিত্র আবুল। একজন সাইকোপ্যাথের মনোবৈকল্যের শিকার হয় সে। এই আবুল আমাদের সমাজেরই চরিত্র। কখনও সে শিশু শ্রমিক, কখনও গৃহকর্মী, কখনও বা ধর্ষিতা শিশু। সমাজের এসব অসঙ্গতির চিত্র মেলে ধরা হয়েছে নিশিকাব্য নাটকে। আমাদের নতুন নাট্যদলের ছয় মাসের প্রচেষ্টার ফসল হিসেবে নির্মিত হয়েছে এ নাটক। মনোবৈকল্যের গল্পকে উপজীব্য করে এগিয়েছে নিশিকাব্য নাটকের কাহিনী। সেই গল্পে নিশিকাব্য লিখতে বসেন একজন সাইকোপ্যাথ। যার জীবনে দিন বলে কিছু নেই। অর্থাৎ ঘুমের ঘোরেই কাটে তার সারাদিন। দিনের শেষে পড়ে থাকে রাত। সেই রাত কাটানোই হয়ে ওঠে তার জীবনের একমাত্র ব্রত। আর রাতটা কাটানোর প্রথম প্রহরেই নিশিকাব্য নাটকের সূচনাকাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘটতে থাকে একের পর এক ঘটনা থেকে দুর্ঘটনা। সেই দুর্ঘটনার এক শিকার পথশিশু আবুল। বস্তির ছেলের আবুলের ছিল ঘুড়ি ওড়ানোর নেশা। তাকে ধরে নিয়ে আসা হয় নিশিকাব্যের উপকরণ হিসেবে। আর ওই সাইকোপ্যাথের সঙ্গী হিসেবে এক বেকার যুবক এবং একজন প্রেমিক। অনিশ্চিত এক গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে সাইকোপ্যাথ ও তার সঙ্গী-সাথীরা। প্রযোজনাটিতে আবুলের চরিত্রে অভিনয় করেছেন আবির হোসেন। অন্যান্য চরিত্রে রূপ দিয়েছেন সাজেদ বিন সাজিদ, রাইয়ান অনাবিল, ইব্রাহিম মোরশেদ, তামিম, মারিয়া স্মৃতি, সাকিব ও আব্দুল মমিন। প্রযোজনাটির আলোক পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য। সঙ্গীতা পরিকল্পনা করেছেন রাইয়ান অনাবিল। তারিফ হোসাইনের পোশাকসজ্জায় মঞ্চসজ্জা করেছেন মঈন উদ্দিন পাঠান। উলিপুরে লোকগানের উৎসব ॥ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামের উলিপুরে লোকগানের উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে আরডিআরএস বাংলাদেশ-এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লোকজ সংস্কৃতি লালন, চর্চা ও বিকাশের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন। আরডিআরএস বাংলাদেশ-এর ইনচার্জ কর্মসূচী ব্যবস্থাপক আবদুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল কাদের, থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ। মাঘের কনকনে শীতে স্থানীয় ও অতিথি শিল্পীরা লোকজ গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।
×