ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাতের দায়ে ব্যাংকের তিন কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৪:১৮, ১৫ জানুয়ারি ২০১৯

অর্থ আত্মসাতের দায়ে ব্যাংকের তিন কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের একটি শাখার তিন কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ব্যাংকটির উপ-মহাব্যবস্থাপক মোঃ মঞ্জুরুল ইসলাম সোমবার এ তিনজনকে পুলিশের হাতে তুলে দেন। তারা ছিলেন পূবালী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা। পুলিশ জানায়, যে তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে তারা হলেন ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী এবং কম্পিউটার অপারেটর চন্দন দে । এ বিষয়ে উপ-মহাব্যবস্থাপক নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এই তিন কর্মকর্তাসহ ৭ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিদের মধ্যে বাকি ৪ জন পলাতক রয়েছেন। তাৎক্ষণিক বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৪ জানুয়ারি ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে-ঘরে বিদ্যুত’ এ স্লোগানকে বুকে ধারণ করে এবং এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে মাদারীপুর পল্লী বিদ্যুত সমিতি কালকিনি উপজেলা জোনাল শাখার উদ্যোগে উপজেলার রমজানপুরসহ বেশ কয়েকটি এলাকায় মাইকিং ও আলোর ফেরিওয়ালা সেজে সোমবার দুপুরে তাৎক্ষণিক বিদ্যুত সংযোগ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ডিজিএম আক্তার হোসেন, এজিএম মোঃ ছিদ্দিকুর রহমান, প্রকৌশলী ইমরান হোসেন ও ইউপি চেয়ারম্যান ইউনুস আলী প্রমুখ। বেদেদের কম্বল বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে-ওখানে। এক জায়গা থেকে অন্য জায়গায় দেখা যায় এদের। পলিথিনের ছাউনি তুলে গাছতলায় গড়ে তোলে আবাস। আবার হুট করে চলে যায় অন্য এলাকায়। এরা মূলত আমাদের দেশে বেদে সম্প্রদায় নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠী। এই শীতে তাদের কষ্টের সীমা নেই। কনকনে শীতে তাদের সন্ধান করে সেখানে কম্বল নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। রবিবার রাতে জেলা শহরের অদূরের সুঁটিপাড়া এলাকায় ৩০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। বিতরণকালে পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি) আবদুল মোতালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
×