ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:১৬, ১৫ জানুয়ারি ২০১৯

শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার সৈয়দপুরের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ভর্তি ফি, মাসিক বেতন বৃদ্ধি, প্রতিবছরে সেশন চার্জের নামে মাত্রাতিরিক্ত ফি আদায়, সেশন শেষ হওয়ার পরেও ৩ থেকে ৬ মাসের অতিরিক্ত মাসিক বেতন গ্রহণসহ বিভিন্ন ধরনের বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী। সোমবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহরের শহীদ ডাঃ জিকরুল সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। বেলা ১১টা হতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রুহুল আলম, শেখ ফজলুল হক বাবু, জাহিদুল ইসলাম জাহিদ ও তনজু, তৌফিক আহমেদ লিমন ও যুগ্ম -আহ্বায়ক শাহীন হোসেন প্রমুখ। নওগাঁয় দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ জানুয়ারি ॥ সোমবার দুপুরে রানীনগরে রেলওয়ের সরকারী জায়গা দখল করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় এক গ্রুপের ইট ও পাথরের আঘাতে আব্দুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। রানীনগর রেলওয়ের টেশনের পাশে রেলওয়ের জায়গায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে রানীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রেলওয়ের জায়গা দখল করাকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া এবং সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এক গ্রুপ পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়ে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
×