ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে ॥ আহত ১২

প্রকাশিত: ০৪:১৬, ১৫ জানুয়ারি ২০১৯

কলাপাড়ায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৪ জানুয়ারি ॥ কলাপাড়ায় বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘাতে মুক্তিযোদ্ধাসহ ১২ জন জখম হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে পুরান মহিপুর এলাকায় শেখ জামাল সেতুর নিচে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত সকলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। জানা গেছে, শেখ জামাল সেতুর নিচে বালুর ব্যবসাকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য আব্দুর রব ও সাবেক ইউপি সদস্য সুলতান খান গ্রুপের মধ্যে বাগ-বিত-া হয়। একপর্যায়ে উভয় গ্রুপ লাঠিসোটা নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় আহতরা হন, সাবেক ইউপি সদস্য সুলতান খান, ইউপি সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুর রব, নজরুল ইসলাম, সেরজুল ইসলাম, হালিম শিকদার, হারুন, সালাম শিকদার, মেনাজ, রিয়াজ, রিয়াদুল, জাহিদ, বাবু। এদের মধ্যে গুরুতর আহত হারুণকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্লুইচগেট বন্ধ করে মাছ চাষ ॥ চাষাবাদ ব্যাহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পানি চলাচলের একমাত্র স্লুইচগেট বন্ধ করে প্রভাবশালী এক জামায়াত নেতা মাছ চাষ করায় পানির অভাবে প্রায় তিন শ’ বিঘা জমিতে চাষাবাদ করতে পারছেন না দুই শতাধিক কৃষক। এ ঘটনার প্রতিকার চেয়ে রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে চাষীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ২নং ওয়ার্ড আমবৌলা গ্রামের। জানা গেছে, পয়সাহাট-বাগধা কলেজ সড়কের কলেজের উত্তর পার্শ্বের স্লুইচ গেটের মুখে বাঁধ দিয়ে বন্ধ করে ঘের বানিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় রজ্জব আলী বয়াতীর পুত্র স্থানীয় বাগধা কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক ও জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত উপজেলা জামায়াতের প্রভাবশালী নেতা রেজাউল ফেরদৌস রুশো।
×