ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

প্রকাশিত: ০৪:১৫, ১৫ জানুয়ারি ২০১৯

শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৪ জানুয়ারি ॥ রবিবার রাত পৌনে ৩ টায় সদর উপজেলার দেওভোগ গ্রামে একটি গণকবরস্থানের পাশে পরিত্যক্ত বাগানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতরা হলো জাহাঙ্গীর আকন (৪০) ও রাসেল হাওলাদার (৩২)। নিহত ডাকাত জাহাঙ্গীর আকনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার সূর্যমনি ও রাসেল হাওলাদারের বাড়ি একই জেলার রাজৈর থানার কিসমদ্দি বাজিতপুর গ্রামে বলে পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় পালং মডেল থানার কনস্টেবল রাসেল ও মামুন এবং জেলা গোয়েন্দা শাখার এসআই সোহাগ সরদার আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি শূটারগান, ৯টি ককটেল, ৮টি রামদা, ২টি ছুরি, ৩টি চায়নিজ কুড়াল ও ১টি গ্রিল কাটার কেচি উদ্ধার করেছে। পালং মডেল থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পালং মডেল থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ১১ জানুয়ারি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর আকন ও রাসেল হাওলাদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের স্বীকারোক্তি মোতাবেক সহযোগী ডাকাতদের ধরা ও অস্ত্র উদ্ধারের জন্য উক্ত দেওভোগ গ্রামে রাত পৌনে ৩ টায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাগানে ওঁৎপেতে থাকা ডাকাত সদস্যরা পুলিশের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে। এ সময় ধৃত আসামিদ্বয় পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ সরকারী সম্পদ রক্ষা ও আত্মরক্ষার্থে ডাকাত দলের ওপর পাল্টা গুলি চালায়। ডাকাত দল পিছু হটে। এ সময় জাহাঙ্গীর ও রাসেলের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়রা।
×