ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলের ধলেশ্বরীতে বালু উত্তোলনের মহোৎসব

প্রকাশিত: ০৪:১৫, ১৫ জানুয়ারি ২০১৯

টাঙ্গাইলের ধলেশ্বরীতে বালু উত্তোলনের মহোৎসব

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ জানুয়ারি ॥ সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাসাইদের চরে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ রয়েছে কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদের বিরুদ্ধে। সরকারী কোন অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত ওই জায়গা থেকে দুটি বেকু দিয়ে কেটে বালু বিক্রি করছে। ফলে ধলেশ্বরী নদীর ওপর ব্রিজ, রাস্তা-ঘাট ও বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা পায়নি তারা। বরং যে অভিযোগ করে তাকে মারধর করার হুমকি দেন সাবেক এই চেয়ারম্যান। ট্রাক চালকরা জানিয়েছেন, লোকাল প্রতি ট্রাক ৭০০ টাকা, ট্যাফে ট্রাক্টর ৪০০ টাকা, ড্রাম ট্রাক ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা যায়, পোড়াবাড়ী ইউনিয়নের বাসাইদের চরে ধলেশ্বরী নদীতে যাওয়ার পথে কয়েকটি ট্রাক মাটি ভর্তি করে নিয়ে আসছে। রাস্তায় প্রচুর পরিমাণে ধুলাবালি উড়ছে। রাস্তাটাও খানাখন্দকে ভরপুর। পাশ থেকে দুটি বেকু দিয়ে বালু উত্তোলন করছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ১৫-১৬ ট্রাক, ড্রাম ট্রাক ও ট্র্যাফে ট্রাক্টর। পাশেই প্রায় অর্ধশত গরু-বাছুর ও ছাগল ঘাস খাচ্ছে। স্থানীয়রা বলেন, এই এলাকায় কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ তার প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছেন। বাধা দিতে গেলে আমাদের মারধরও করেছে। অতিরিক্ত ট্রাক চলাচলের কারণে আমাদের গ্রামের এই রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। বরং আমরা যারা অভিযোগ করি তাদের ক্ষতি হয়েছে। এলাকার জুলহাস উদ্দিন বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ টানা কয়েক বছর যাবত বালু বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। চেয়ারম্যান অনেক টাকার মালিক হলেও ভোগান্তি পোহাতে হয় আমাদের। অতিরিক্ত ট্রাক চলাচল করায় আমাদের গ্রামের রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়েছে। নদীর ওপর ব্রিজটিও রয়েছে হুমকির মুখে। ব্রিজের ওপর দিয়ে একটি গাড়ি গেলে ব্রিজে ঝাঁকুনির সৃষ্টি হয়। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। যাতে করে এ নদী থেকে যেন বালু উঠানো বন্ধ হয়। এ বিষয়ে কাতুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ বলেন, আমি কোন নদী বা অন্যের জায়গা থেকে বালু উত্তোলন করছি না। আমার জায়গা থেকে বালু উত্তোলন করছি। ট্রাক চলাচলে রাস্তার যে ক্ষতি হয় তার চেয়ে বছরে অধিক ভ্যাট ট্যাক্স ও রোড পারমিট দিয়ে থাকি।
×