ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অপহৃত কিশোর উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৩, ১৫ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে অপহৃত কিশোর উদ্ধার ॥ অপহরণকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম এক কিশোরকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত ওই কিশোরকে। সোমবার সকালে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অপহৃত কিশোরের নাম মোঃ সাদেক ছোবহান সাকিব (১৭)। আর অপহরণকারী মোঃ জাহাঙ্গীর আলম জয় (২৮) তারই আপন খালাত ভাই। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার করাইয়ানগর এলাকায়। জাহাঙ্গীর তার পরিচিত আরও ৪/৫ জনের যোগসাজশে সাকিবকে গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে সাতকানিয়ার ঠাকুরদীঘি মেইন রোড এলাকা অপহরণ করে। সাকিব তখন বিজিসি ট্রাস্ট কলেজের দিকে যাচ্ছিল। অপহরণের পর সাকিবের বাবা ফৌজুল কবিরের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়া হয়। এ বিষয়ে ফৌজুল কবির সাতকানিয়া থানায় একটি জিডি করেন এবং বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকেও লিখিতভাবে অবহিত করেন। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) মইনুল ইসলামের নেতৃত্বে একটি টিম সোমবার সকালে লোহাগাড়া থানার বটতলী এম কে শপিং সেন্টারের তৃতীয় তলার এম কে বোর্ডিং আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে অপহৃত সাকিবকে উদ্ধার করে। একই অভিযানে মোঃ হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি লোহার তৈরি রিভলবার সদৃশ খেলনা, দুইটি ধারালো চাকু, একটি গামছা, একটি মাফলার, একটি হাত মোজা ও চেতনানাশক ওষুধ। তবে মূল পরিকল্পনাকারী মোঃ জাহাঙ্গীর আলমকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
×