ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহবাজ শরিফ ও দুই ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রকাশিত: ০৪:০৯, ১৫ জানুয়ারি ২০১৯

শাহবাজ শরিফ ও দুই ছেলের বিরুদ্ধে আরেকটি মামলা

পাকিস্তানের ন্যাশনাল এ্যাক উন্টেবিলিটি ব্যুরো (এনএবি) রবিবার সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন দলের বর্তমান সভাপতি শাহবাজ শরিফ এবং তার দুই ছেলে হামজা শাহবাজ ও সালমান শাহবাজের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করবে। তদন্ত সংস্থাটি দাবি করেছে, এজন্য প্রত্যক্ষদর্শীদের বিবৃতি রেকর্ড করা হচ্ছে। ডন ও ডেইলি টাইমস। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, এনএবি শাহবাজ শরিফ ও তার দুই ছেলের অবৈধভাবে অর্থ হস্তান্তর (হুন্ডি) করার বিষয়ে যুক্ত থাকার তথ্য পেয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবৃতি এ কারণে রেকর্ড করা হচ্ছে। জানা গেছে, হাওয়ালা বা হুন্ডি ব্যবস্থার মাধ্যমে শাহবাজ শরিফ ও তার ছেলেরা লাখ লাখ রুপীর সম্পদ বিদেশে পাচার করেছেন। এছাড়া এনএবি সিদ্ধান্ত নিয়েছে, হামজা শাহবাজের বিরুদ্ধে একটি মামলা রুজু করবে। রমজান সুগার মিলের প্রধান নির্বাহী থাকাকালে একটি সেতু নির্মাণের বিষয়ে তার ভূমিকার অভিযোগ নিয়েও তদন্ত শেষ হয়েছে।
×