ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুম্বাই হামলার চক্রান্তকারীকে প্রত্যর্পণ করা হবে ॥ মার্কিন কর্মকর্তাদের আশা ব্যক্ত

প্রকাশিত: ০৪:০৯, ১৫ জানুয়ারি ২০১৯

মুম্বাই হামলার চক্রান্তকারীকে প্রত্যর্পণ করা হবে ॥ মার্কিন কর্মকর্তাদের আশা ব্যক্ত

২০০৮ সালের ২৬ নবেম্বর মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানী বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাওউর হুসেইন রানাকে (৫৮) ভারতের কাছে হস্তান্তর করার জোরালো সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) একটি সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে মার্কিন জেলে তার ১৪ বছরের শাস্তি শেষ হওয়ার আগেই তাকে বহির্সমর্পণ করা হতে পারে। ২০২১ সালে রানার শাস্তি শেষ হবে। এনডিটিভি। শিকাগোর অধিবাসী রানা ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে আটক হন। ২৬/১১-এর হামলার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়। ভারতের মুম্বাইয়ের বিলাসবহুল তাজ হোটেলে পাকিস্তানভিত্তিক লস্কর-ই- তৈয়্যবার (এলইটি) দশ সন্ত্রাসীর মিলিত হামলায় ১৬৬জন নিহত হন। যার মধ্যে মার্কিন নাগরিকও ছিলেন। পুলিশী অভিযানের সময় গুলিতে নয়জন হামলাকারী নিহত হয়। আজমল কাসাবকে একমাত্র জীবিত আটক করা হয়। পরে ভারতে আদালতের রায় অনুযায়ী তাকে মৃত্যুদ- দেয়া হয়েছে। ২০১৩ সালে রানাকে ১৪ বছরের কারাদ- দেয়া হয়। মার্কিন কর্মকর্তাদের মতে, তিনি ২০২১ সালে মুক্তি পাবেন। ভারতের সরকার তাকে ফেরত আনার জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন। যেজন্য তারা বর্তমানে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে ফেলেছেন। যাতে নিশ্চিত হওয়া যায় যে ২০২১ সালের ডিসেম্বরে শাস্তি শেষ হওয়ার আগেই রানাকে বহির্সমর্পণ নীতির অধীনে ফেরত আনা হবে। যে অভিযোগে তার ইতোমধ্যে জেল হয়েছে সেই অভিযোগে তাকে ফেরত আনছে না ভারত। কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, মার্কিন বিচার ব্যবস্থায় কোন একজন ব্যক্তিকে একই অপরাধে দুবার শাস্তি দেয়া নিষিদ্ধ। ভারত এখন তার মাটিতে রানাকে আনছে এজন্য যে তিনি ভারতের বেশ কয়েকটি শহরের সন্ত্রাসী হামলায় সরাসরি যুক্ত থেকে পরিকল্পনা করেছেন সেই অভিযোগে। তার বিরুদ্ধে ভারতে জালিয়াতিরও মামলা রয়েছে। বিদ্যমান মার্কিন আইন অনুসারে, পাকিস্তানে জন্মগ্রহণকারী কানাডিয়ান নাগরিক রানার প্রত্যর্পণ প্রক্রিয়া ভারত ও যুক্তরাষ্ট্র সম্পন্ন করতে না পারলে তার মুক্তির পর তাকে কানাডায় পাঠিয়ে দেয়া হবে। এই বিষয়টির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পিটিআইকে বলেন, ইচ্ছা রয়েছে বলে প্রত্যর্পণ ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ স্তরের নিশ্চয়তা পাওয়া গেছে।
×